টেস্ট ও ফার্স্ট ক্লাস ক্রিকেট ছেড়ে সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে চান বাংলাদেশ জাতীয় দলের দুই পেইসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম। বিসিবিকে তারা তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিষয়টি নিউজবাংলাকে রোববার সন্ধ্যায় নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। বাশার জানান, দুই পেইসার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ক্যারিয়ায় দীর্ঘায়িত করতে লাল বলে খেলা ছাড়তে চান। দুই জনই বিসিবিকে তাদের সিদ্ধান্তের কথা মৌখিকভাবে জানিয়েছেন।
বাশার বলেন, ‘রুবেল আমাদেরকে মৌখিকভাবে বলেছে। আমরা লিখিত চেয়েছি। ও সাদা বলের খেলায় মনোযোগ দিতে চায়। আর শফিউল বলেছে ও জাতীয় লিগে খেলবে না। টেস্ট থেকে অবসরের বিষয়েও আমাদের জানিয়েছে।’
এর ফলে বাংলাদেশের টেস্ট দলে শেষ হতে যাচ্ছে সিনিয়র দুই বোলারের ক্যারিয়ার। ক্যারিয়ারের শুরুতে টেস্ট দলে প্রায় নিয়মিত ডাক পেলেও সময়ের সঙ্গে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও এবাদত হোসেনদের কাছে জায়গা হারাতে হয় দুই জনকেই।
৩২ বছর বয়সী রুবেলের অভিষেক ২০০৯ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। পরের ১৩ বছরের খেলেছেন মাত্র ২৭টি টেস্ট। ইনজুরির সঙ্গে বারবার লড়াই করতে হয়েছে এক সময়ে বাংলাদেশের দ্রুততম এ পেইসারকে।
২৭ টেস্টের ক্যারিয়ারের ৭৬.৭৭ গড়ে উইকেট নিয়েছেন ৩৬টি। সেরা বোলিং ১৬৬ রানে ৫ উইকেট। সেটা করেছিলেন ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই একবারই ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। বাংলাদেশের হয়ে সবশেষ টেস্ট খেলেন ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে।
রুবেলের সমবয়সী শফিউলের টেস্ট অভিষেক আরও এক বছর পর। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেকের পর তিনি খেলেছেন ১৭টি ম্যাচ। যার সবশেষটি ছিল ২০১৭ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে।
১১ টেস্টে ৫৫.৪১ গড়ে ১৭ উইকেট নিয়েছে শফিউল। সেরা বোলিং ৮৬ রানে ৩ উইকেট।