ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর প্রায় অর্ধেক টুর্নামেন্ট শেষ। এ সময় সিপিএলের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এবারের সিপিএলে তার খেলার বিষয়ে আগেই বিসিবি তাকে অনাপত্তিপত্র দিয়েছে।সিপিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সাকিবের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে রোববার।
এবারের আসরে ওয়ারিয়র্স সুবিধা করতে পারছে না। ৫ ম্যাচে ১ জয় নিয়ে আছে টেবিলের শেষে। দলটিতে সাকিবের সঙ্গে আরও যোগ দিচ্ছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ।
ওয়ারিয়র্সের অধিনায়ক শিমরন হেটমায়ার সাকিবের দলে যোগ দেয়াকে স্বাগত জানিয়েছেন। এই মিডল অর্ডারের ব্যাটারের মতে টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে স্পিন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
হেটমায়ার সিপিএল ওয়াবসাইটকে বলেন, ‘স্পিন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। টুর্নামেন্টের শেষ দিকে পিচগুলো আরও স্লো ও কম বাউন্সের হতে থাকবে। স্পিনাররা অনেক বেশি ভূমিকা রাখবে প্রতিপক্ষকে অলআউট করে দিতে।’
সাকিব এর আগে ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে সিপিএল খেলে শিরোপা জিতেছেন। বিশ্বে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। বিপিএল, বিবিএল, আইপিএল, সিপিএলের মতো টুর্নামেন্ট খেলে ৪১৯ উইকেট শিকার করেছেন তিনি।