বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্রিকেটের সঙ্গে বিজ্ঞান যুক্ত করার চেষ্টায় বিসিবি

  •    
  • ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৪০

কোচদের এ ওয়ার্কশপ করানোর জন্য হয়েছে মেন্টর হিসেবে আনা হয়েছে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস ট্রেনার রতনেশ সিংকে।

বিশ্বের পরাশক্তি দেশগুলোর মতো এবারে ক্রিকেটকে বিজ্ঞানের সঙ্গে যুক্ত করার পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে লক্ষ্যে কোচদের জন্য ৩ দিনের বায়োমেকানিক ওয়ার্কশপের আয়োজন করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

কোচদের এ ওয়ার্কশপ করানোর জন্য হয়েছে মেন্টর হিসেবে আনা হয়েছে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস ট্রেনার রতনেশ সিংকে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে শুক্রবার থেকে শুরু হয়েছে কোর্সটি। স্থানীয় কোচরা অংশ নিয়েছেন এই ব্যতিক্রমী আয়োজনে।

প্রথম দিনের কার্যক্রম শেষে আজ দুপুরে মিরপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন গেম ডেভেলপমেন্ট বিভাগের সহ-সভাপতি ফাহিম সিনহা ও রতনেশ সিং।

কোর্সের উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে ফাহিম বলেন, ‘কোর্সটা হচ্ছে বায়োমেকানিকস, স্পোর্টস সায়েন্স ও হাই পারফরম্যান্স কোচদের জন্য ক্রিকেটের সঙ্গে সায়েন্সের কীভাবে সামঞ্জস্য করতে পারি। ক্রিকেট বাদেও ক্রীড়ায় উন্নত সব দেশগুলো যারা আছে সেসব জায়গায় স্পোর্টস সায়েন্স খুবই কার্যকর।

‘সায়েন্সের সঙ্গে ক্রিকেট কীভাবে সংযুক্ত এখনকার সময়ে এটাই পরিচয় করিয়ে দিতে আমরা উনাকে প্রথমবার নিয়ে এসেছি।আমরাও এটাতে অভ্যস্ত হওয়ার ইচ্ছে রাখি।’

ক্রিকেটের সঙ্গে বায়োমেকানিক ও স্পোর্টস সায়েন্সের যোগসূত্র তুলে ধরে এই ট্রেনার রতনেশ সিং সাংবাদিকদের বলেন, ‘সব দিক দিয়ে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করছে। এটা শুধু খেলোয়াড়দের মাধ্যমে হচ্ছে তা না। একটা যৌথ প্রচেষ্টা বলা যায়। যারা তাদের দেখভাল করছে তাদের কৃতিত্ব দিতে হয়। আমি খুশি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পোর্টস সায়েন্স বিষয়টা বিশ্বাস করে।’

তবে শুধু বায়োমেকানিকস নয় সঙ্গে ডায়েট ও অন্যান্য বিষয়ের সমন্বয়ও দরকার এ কোর্স থেকে সাফল্য পেতে।

রতনেশ সিং, ‘এটা একটা টিম গেম, খেলোয়ায়ড় ও টিম ম্যানেজমেন্তের সমন্বয়। সামনের দিনগুলোতে জুনিয়র ও সিনিয়র ক্রিকেটে বাংলাদেশ এসব সঙ্গী করেই এগোবে। আপনি কোনভাবেই বলতে পারেন না একমাত্র ডায়েটই গুরুত্বপূর্ণ। অবশ্যই ডায়েট ঠিক থাকলে আপনি একদিক থেকে এগিয়ে থাকলেন।‘‘বাকি সব সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে যেন আপনি লম্বা সময় ধরে পারফর্ম করতে পারেন। যে কারণে সাইকোলজি, মেন্টাল মেকাপ গুরুত্বপূর্ণ, অনেক কিছুই আছে এখানে।’

এ বিভাগের আরো খবর