বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টি-টোয়েন্টি লিগের কারণে জাতীয় দলের চুক্তি প্রত্যাখ্যান নিশ্যামের

  •    
  • ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১৭:২২

বিভিন্ন টি-টোয়েন্টি লিগে চুক্তি থাকার কারণে বোর্ডের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন বাঁহাতি এই ব্যাটার। শুক্রবার ইন্সটাগ্রামে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

চলতি বছরের নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশ্যাম। কিন্তু ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম চুক্তি থেকে সরে আসার পর কেন্দ্রীয় চুক্তির জন্য বোর্ড থেকে ডাক পড়ে এ অলরাউন্ডারের।

তবে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে চুক্তি থাকার কারণে বোর্ডের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন বাঁহাতি এই ব্যাটার। শুক্রবার ইন্সটাগ্রামে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

নিশ্যাম বলেন, ‘আমি জানি কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করার সিদ্ধান্তের খবর দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে অর্থ বেছে নেওয়ার বিষয় হিসেবে দেখা হবে। আমি গত জুলাইয়ে একটি চুক্তির গ্রহণ করার পরিকল্পনা করছিলাম।’

তিনি যোগ করেন, ‘তালিকা থেকে বাদ পড়ার পর থেকে আমি বিশ্বের বিভিন্ন লিগে প্রতিশ্রুতিবদ্ধ। ব্ল্যাকক্যাপসের হয়ে খেলা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান এবং আমি বিশ্বের শীর্ষ ইভেন্টগুলিতে মাঠে নামতে প্রতিশ্রুতিবদ্ধ।’

নিশ্যামের চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাব প্রত্যাখানে ভাগ্য খুলে গেছে পেইসার ব্লেয়ার টিকনার ও ওপেনার ফিন অ্যালেনের। প্রথমবারের মত নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিলেন এই দুই ক্রিকেটার।

এর আগে চলতি বছরের শুরুতে পরিবারকে সময় দিতে ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পেইসার ট্রেন্ট বোল্ট। আর কিছুদিন আগে বোল্টের পথ ধরেন কলিন ডি গ্র্যান্ডহোম।

এ বিভাগের আরো খবর