বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

  •    
  • ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১৫:২৭

৮-০ গোল ব্যবধানের জয়ে হ্যাটট্রিক এসেছে অধিনায়ক সাবিনা খাতুনের পা থেকে। টুর্নামেন্টে এর আগে পাকিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেন তিনি।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ৮-০ গোল ব্যবধানের জয়ে হ্যাটট্রিক এসেছে অধিনায়ক সাবিনা খাতুনের পা থেকে। টুর্নামেন্টে এর আগে পাকিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেন তিনি।

এ ছাড়া গোল এসেছে সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানি সরকার, রিতু চাকমা, তহুরা খাতুন ও মাসুরা পারভীনের পা থেকে।

নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের শুরু থেকে ভুটানকে চাপে রাখে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে ভুটানকে ৪-০ গোলে পেছনে ফেলে লাল-সবুজের জার্সিধারিরা।

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে লিড নেয় কোচ গোলাম রব্বানি ছোটনের দল। মাঝমাঠ থেকে আসা পাস পেয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান সিরাত জাহান স্বপ্না।

২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা খাতুন। মারিয়া মান্ডার কাছ থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন তিনি। ৩০ মিনিটের মাথায় স্কোরলাইন ৩-০ পরিণত করেন কৃষ্ণা রানি সরকার।

বিরতির আগে গোল উৎসবে মেতে ওঠা বাংলাদেশ চতুর্থবার লক্ষ্যভেদ করে। ৩৫তম মিনিটে ৪-০ গোলে দলকে এগিয়ে দেন বদলি খেলোয়াড় রিতুপর্ণা চাকমা।

দ্বিতীয়ার্ধে আবারও ভুটানের ওপর চড়াও হন সাবিনা-কৃষ্ণারা। ৫৪তম মিনিটে অধিনায়ক সাবিনার দ্বিতীয় গোলের ঠিক ৩ মিনিট পর মাসুরা পারভিনের গোলে ৬-০তে এগিয়ে যায় বাংলাদেশ।৮৭তম মিনিটে তহুরা খাতুনের গোলের পর অতিরিক্ত সময়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা খাতুন। এতে ৮-০ গোল ব্যবধানের জয়ে ২০১৬ সালের পর আবারও ফাইনালে পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল।

ভারত ও নেপালের দ্বিতীয় সেমিফাইনাল-জয়ী দলের সঙ্গে সোমবার শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ। শুক্রবার বিকেলে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত ও নেপাল।

এ বিভাগের আরো খবর