এশিয়া কাপের পর আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আফগানিস্তানের মোহাম্মদ নাবিকে পেছনে গেলে এক নম্বরে আছেন।
বুধবার আইসিসির হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে দেখা গেছে এমনটাই। গত বছর অক্টোবরে সবশেষ এককভাবে শীর্ষে উঠেছিলেন সাকিব। মাঝে কিছুদিন নাবি তার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। মাত্র শেষ হওয়া এশিয়া কাপের আগে শীর্ষে ছিলেন নাবি। আর দ্বিতীয়স্থানে ছিলেন সাকিব। এশিয়া কাপে ব্যাট হাতে ৩৫ রান ও বল হাতে ১ উইকেট নেন সাকিব। আর আফগানদের নাবি ব্যাট হাতে ১৬ রান ও বল হাতে ৩ উইকেট শিকার করেন।এশিয়া কাপের পর প্রকাশিত র্যাঙ্কিংয়ে ২৪৮ রেটিং নিয়ে শীর্ষে আছেন সাকিব। ২৪৬ রেটিং নিয়ে দুইয়ে নাবি।এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ছিলেন ভারতের ভিরাট কোহলি। ৫ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ২৭৬ রান করেন তিনি। ৫৯৯ রেটিং নিয়ে ১৪ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন কোহলি। এশিয়া কাপে শ্রীলংকাকে ষষ্ঠবারের মত চ্যাম্পিয়ন করতে বড় অবদান রাখেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। পুরো টুর্নামেন্টে ৬৬ রান ও ৯ উইকেট শিকার করে আসর সেরা হন তিনি।বোলারদের র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ষষ্ঠ ও অলরাউন্ডারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে চতুর্থস্থানে জায়গা করে নিয়েছেন হাসারাঙ্গা। এশিয়া কাপের ফাইনালের সেরা খেলোয়াড় শ্রীলংকার ভানুকা রাজাপাকসে। র্যাংকিংয়ে ৩৪ ধাপ এগিয়ে ৩৪তমস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন এশিয়া কাপের সর্বোচ্চ ২৮১ রান সংগ্রাহক পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ৮১০ রেটিং নিয়ে সবার উপরে তিনি। আর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে সরিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন সাউথ আফ্রিকার এইডেন মার্করাম।বোলিংয়ে উন্নতি হয়েছে এশিয়া কাপে সর্বোচ্চ ১১ উইকেট নেয়া ভারতের পেসার ভুবনেশ্বর কুমার, পাকিস্তানের হারিস রাউফ ও মোহাম্মদ নাওয়াজের। ৪ ধাপ এগিয়ে সপ্তমস্থানে ভুবনেশ্বর, ৯ ধাপ এগিয়ে ২৫তম স্থানে রাউফ ও ৭ ধাপ এগিয়ে ৩৪তমস্থানে উঠেছেন নাওয়াজ। ৭৯২ রেটিং নিয়ে বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হেইজলউড।