ব্যাট বল হাতে জ্বলে উঠতে না পারায় অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। জিম্বাবুয়ে সিরিজ ও এশিয়া কাপ শেষ হতে না হতেই অভিজ্ঞ এ ব্যাটারকে বাদ দেয়া হল দল থেকে।
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের দলে রাখা হয়নি মাহমুদউল্লাহকে। ভবিষ্যতের কথা ভেবে তাকে বাদ দিয়ে দল সাজানো হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। মূলত নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরামের ইচ্ছাতেই বাদ সাবেক অধিনায়ক।
রিয়াদকে ছেটে ফেলার ব্যখ্যা দিয়েছেন শ্রীরামও। ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র ধোনির সঙ্গে মাহমুদউল্ল্যাহর তুলনা করে তিনি বলেন, যতবড় খেলোয়াড় হোক না কেনো সবারই যাওয়ার সময় হয়।
বুধবার বিকেলে সংবাদসম্মেলনে শ্রীরাম বলেন, ‘সাফল্যের জন্য দলে পরিকল্পনা প্রয়োজন। দলের জন্য মাহমুদউল্লাহ যে ভূমিকা রেখেছেন তার সঙ্গে মহেন্দ্রধোনির অনেক মিল রয়েছে। ও ৬ নম্বরে ব্যাটিং করে যেমনটা ধোনি ভারতীয় দলে করত। সে অনেক ম্যাচে জয় এনে দিয়েছে। তবে ধোনির পক্ষেও তো সবসময় খেলাটা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তাই না?’
তবে মাহমুদউল্লাহর জায়গায় নতুন কাউকে দ্রুত নিয়ে আসাও জরুরি বলে মনে করেন শ্রীরাম।
শ্রীরাম বলেন, ‘আমাদের এখন খুঁজে বের করতে হবে মাহমুদউল্লাহর জায়গাটা কে পূরণ করতে পারবে। আমাদের অন্য কাউকে দরকার। তা না হলে সে জায়গায় খেলানোর মতো কাউকে আমরা আর পাব না।’