টি-টোয়েন্টিতে বেশ লম্বা সময় ধরেই হাসছিল না মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট। শর্টার ফরম্যাটের সঙ্গে তাল মিলিয়ে খেলতে খাবি খাচ্ছিলেন সাবেক এই টি-টোয়েন্টি অধিনায়ক। ধিরগতির ব্যাটিংয়ের পাশাপাশি ভুল সময়ের আউট হওয়ার কারণে বেশ কয়েকবার তাকে দাঁড়াতে হয়েছে সমালোচনার কাঠগড়ায়।
সে কারণে ত্রিদেশীয় সিরিজ ও আসন্ন বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি ডানহাতি এই অলরাউন্ডারের। তাকে বাদ রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের ভাষ্যমতে লম্বা সময়ের জন্য নেয়া পরিকল্পনার কারণে কাটা পড়েছেন রিয়াদ। বোর্ড সভাপতি মঙ্গলবার জানিয়েছিলেন ২০২৪ বিশ্বকাপকে লক্ষ্য রেখে দল সাজানো হচ্ছে। তার ধারাবাহিকতায় ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এ তারকা।
দল ঘোষণার সময় রিয়াদের বাদ পড়ার কারণ হিসেবে বুধবার এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
তিনি বলেন, ‘আমাদের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট এসেছেন। তারা একটা পরিকল্পনা আমাদের দিয়েছে। আগামী এক বছরের জন্য আমরা ভিন্ন একটা নির্দেশনায় পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। এরই অংশ হিসেবে টিম ম্যানেজম্যান্টের সবার সিদ্ধান্তেই রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।’
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় কার্যত টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়ে গেল মাহমুদউল্লাহর। ৩৬ বছর বয়সী এ তারকা টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। ফলে, শুধু ওয়ানডে ক্রিকেট খেলবেন এখন বাংলাদেশের জার্সিতে।
প্রধান নির্বাচকের মতে মাহমুদউল্লাহকে বাদ দেয়ার সিদ্ধান্ত যথার্থ সময়েই এসেছে। বিশ্বকাপের জন্য সেরা দল বেছে নিতে এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।
নান্নু বলেন, ‘টানা অনেকগুলো ম্যাচ আমরা খেলেছি। কিছু ক্রিকেটারের চোট ছিল। যেটার জন্য আমরা ভুগেছি গত ৬ মাস। এ কারণে অনেকগুলো ক্রিকেটারকে আবার ডাকা হয়েছে, অনেকভাবে দেখা হয়েছে।'
‘এমনিতে আমরা এই ফরম্যাটে অনেক পিছিয়ে আছি। এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয়েছে। সবার সম্মতিতে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।’