বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিপক্ষের মাঠে আতলেতিকো ও টটেনহ্যামের হার

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২২ ১৪:২৮

টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন। আর বায়ার লেফারকুসেনের মাঠে একই ব্যবধানে হেরেছে আতলেতিকো মাদ্রিদ।

লা লিগায় সেরা ৩ দলের মধ্যে আতলেতিকো থাকলেও বুন্ডেসলিগা টেবিলের তলানির দিক থেকে দ্বিতীয় দল বায়ার লেফারকুসেন। অথচ চ্যাম্পিয়নস লিগে লেফারকুসেন নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে।

দুই দলের মুখোমুখিতে স্বাগতিক সমর্থকেরা উপহার পান শেষ সময়ের রোমাঞ্চ। ম্যাচের ৮৪ থেকে ৮৭ মিনেটে দুই গোল করে মৌসুমে দ্বিতীয় জয় তুলে নিয়েছে লেফারকুসেন।

মঙ্গলবার রাতে ম্যাচের শুরু থেকে এগিয়ে ছিল জার্মান ক্লাব লেফারকুসেন। বিরতির আগে কোনো দল গোল না পেলেও শেষ মুহূর্তে জয়ের দেখা পেয়ে যায় জার্মান ক্লাবটি।

৮৪ তম রবার্ট অ্যান্ড্রিচের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর ঠিক ৪ মিনিটের মাথায় ফ্রিমপংয়ের পাস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন উইঙ্গার মুসা দিয়াবে।

বুন্ডেসলিগায় ৬ ম্যাচ খেলে ৪টিতে হেরেছে লেফারকুসেন। গত সপ্তাহে চ্যাাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছেও হেরেছিল দলটি। চাকরি নিয়ে টানাটানিতে পড়া কোচ জেরার্ডো সিয়াওনে এ যাত্রা রক্ষা পেতে পারেন।

চ্যাম্পিয়নস লিগের 'বি' গ্রুপে ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্লাব ব্রুগে। সমসংখ্যক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লেফারকুসেন।

আতলেতিকো মাদ্রিদও ২ ম্যাচে পেয়েছে ৩ পয়েন্ট। অন্য ম্যাচে পোর্তোর মাঠে ৪-০ গোলে জিতেছে ব্রুগে।

রাতের আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন। নিজেদের ১১৬ বছরের ইতিহাসে প্রথম বার কোনো ইংলিশ ক্লাবকে হারানোর স্বাদ পেল দলটি।

প্রথমার্ধে গোলশূন্য থেকে শেষ করে দল দুটি, তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে টটেনহ্যাম খুব চেষ্টা করেও কোননো গোলের দেখা পায়নি। নির্ধারিত ৯০ মিনিট গোল শূন্য থাকার পরেই মনে হতেই পারে খেলাটি ড্র দিকেই এগোচ্ছে।

যোগ করা অতিরিক্ত সময়ে অর্থাৎ ৯১ মিনিটের মাথায় গোলের দেখা পেয়ে যান ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনিও। এক মিনিট পর দুরপাল্লার শটে গোল করেন আর্থার গোমেজ। ফলে শেষ মুহূর্তে ২-০ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় টটেনহ্যাম হটস্পারকে।

গ্রুপের অন্য ম্যাচে মার্শেইকে ১-০ গোলে হারায় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলায় ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল স্পোর্টিং। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে টটেনহাম।

এ বিভাগের আরো খবর