বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিজেদের লক্ষ্য পাল্টেছে বিসিবি

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৩৮

এশিয়া কাপের মিশন শেষ করে দল দেশে ফিরতেই লক্ষ্য পালটে ফেলেছেন বোর্ড সভাপতি। এবারে তিনি জানালেন অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো খেলা টাইগারদের লক্ষ্য নয়, লক্ষ্য ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করা।

টি-টোয়েন্টি ফরম্যাটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। একের পর এক হারে জর্জরিত টাইগার শিবির। নিজেদের ২০০৬ সালের নভেম্বরে ক্রিকেটের শর্টার ফরম্যাটে পদার্পণের পর কাটিয়ে দেয়া ১৬ বছরে জয়ের প্রায় দ্বিগুণ ম্যাচ হারতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।

এশিয়া কাপের মিশনে জাতীয় দল দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের সামনে বেশ কয়েকবার জোর গলায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, এশিয়া কাপে ভালো খেলা বাংলাদেশের মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা।

এশিয়া কাপের মিশন শেষ করে দল দেশে ফিরতেই লক্ষ্য পালটে ফেলেছেন বোর্ড সভাপতি। এবারে তিনি জানালেন অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো খেলা টাইগারদের লক্ষ্য নয়, লক্ষ্য ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করা।

বোর্ড সভাপতি মনে করেন টি-টোয়েন্টির জন্য পরিকল্পনা সাজাতে বোর্ড পর্যাপ্ত সময় পায়নি। না পেয়েছে বোর্ড না পেয়েছে কোচিং স্টাফরা।বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো দলের দায়িত্ব বুঝে নেয়ার মেয়াদ তিন বছর হতে চলল, আর বোর্ড সভাপতি তার চেয়ারে রয়েছেন টানা চতুর্থবারের মতো। তারপরও তাদের সময় মেলেনি টি-টোয়েন্টি নিয়ে আলাদা ভাবে পরিকল্পনা করার।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাটে সবচেয়ে বাজে সময়ে প্রবেশ করেছে। বিশ্বকাপের বাছাইপর্ব থেকে শুরু করে সদ্য সমাপ্ত এশিয়া কাপ পর্যন্ত শর্টার ফরম্যাটে বাংলাদেশ খেলেছে ২১টি ম্যাচ। এর ভেতর মাত্র চারটি ম্যাচে জয়ের মুখ দেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। একটি ম্যাচ হয়েছে পরিত্যাক্ত আর বাকি ১৬ ম্যাচে হারকে সঙ্গী করে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

এই বাজে পারফরম্যান্সের ধারা অব্যাহত থাকার পরও এশিয়া কাপের মিশনে যাওয়ার আগে বিশ্বকাপই মূল লক্ষ্য বাংলাদেশের বলে জানিয়েছিলেন বিসিবি বস। কিন্তু বিশ্বকাপের ঠিক এক মাস আগে নিজেদের লক্ষ্য থেকে সরে এল বোর্ড।

সোমবার হোম অফ ক্রিকেটে পাপন বলেন, ‘একটা জিনিস আপনাদের পরিষ্কার বলে দেই, এখন যা করছি সেটা কিন্তু এই বিশ্বকাপের জন্য না। এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না। এর পরের বিশ্বকাপকে লক্ষ্য মেনে নিয়ে করতে হবে।’

তিনি যোগ করেন, ‘এমন কোন কোচ নাই, এমন কোন বোর্ড নাই যে এক মাসের ভেতর সবকিছু পরিবর্তন করে দেবে। এতদিন যা হয়েছে হয়েছে, এখন আমরা লং টার্মের জন্য পরিকল্পনা সাজাচ্ছি। পরের বিশ্বকাপের জন্য আমরা দল প্রস্তুত করছি।’

বোর্ড সভাপতির এমন কথায় ইঙ্গিত পাওয়া যায় বিশ্বকাপটা হয়তো হতে যাচ্ছে ২০২৪ বিশ্বকাপের জন্য বাংলাদেশের ওয়ার্ম আপের অংশ।

১৬ বছরে ১৩৩টি ম্যাচ খেলার পর বোর্ড বুঝতে পেরেছে টি-টোয়েন্টি সম্পূর্ণ আলাদা একটি ফরম্যাট। অন্যান্য দেশের মতো এখনও তারা এই ফরম্যাটটি বুঝে উঠতে সক্ষম হননি। বুঝে ওঠার জন্য পরিবর্তন আনারও ইঙ্গিত দিলেন বিসিবি বস।

পাপন বলেন, ‘টি-টোয়েন্টি খেলাটা আমাদের কাছে মনে হচ্ছে সম্পূর্ণ আলাদা। অন্য দেশের মতো আমরা এখনও এটি বুঝে উঠতে পারছিনা। এটা আমার ধারণা, নাহলে একই কোচিং স্টাফ দিয়ে আমাদের দল যদি ওয়ানডে ভালো খেলে তাহলে টি-টোয়েন্টি কেনো ভালো খেলতে পারবে না? একই মানসিকতার একই খেলোয়াড়, একই কোচিং স্টাফ তাহলে হচ্ছে না কেন?’

এ বিভাগের আরো খবর