বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলম্বিয়ার ফুটবলার খেলানোয় বিশ্বকাপ নিয়ে শঙ্কায় ইকুয়েডর

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৪৮

কাস্তিয়ো ইকুয়েডরের হয়ে খেললেও তিনি মূলত কলম্বিয়ার নাগরিক। এ অভিযোগ সত্যি হয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে ইকুয়েডর। 

চলতি বছর নভেম্বরে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চতুর্থ দল হিসেবে এবারের আসরে জায়গা করে নেয় ইকুয়েডর।

অন্যদেশের খেলোয়াড় নিজেদের একাদশে খেলিয়েছে ইকুয়েডর এমন অভিযোগ করে চিলি। চিলির বিপক্ষে ইকুয়েডরের হয়ে খেলা বাইরন কাস্তিয়োর দিকেই ছিল অভিযোগের ইঙ্গিত।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন সোমবার রাতে এক প্রতিবেদনে জানায়, কাস্তিয়ো ইকুয়েডরের হয়ে খেললেও তিনি মূলত কলম্বিয়ার নাগরিক। এ অভিযোগ সত্যি হয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে ইকুয়েডর।

মেইলের প্রতিবেদনে বলা হয়, তদন্ত কমিশনের কাছে দেয়া সাক্ষাৎকারে কাস্তিয়ো স্বীকার করেন যে, ১৯৯৫ সালে কলম্বিয়ায় তার জন্ম। তবে ইকুয়েডরিয়ান সনদে তার জন্ম দেখানো হয়েছে ১৯৯৮ সালে। কলম্বিয়ার জন্ম সনদে তার নাম ‘বায়রন হাভিয়ের কাস্তিয়ো সেগুরা’; অন্যদিকে ইকুয়েডরের জন্ম সনদে তার নাম ‘বায়রন ডাভিদ কাস্তিয়ো সেগুরা।’

এ সময় কাস্তিয়ো আরও জানান ফুটবলে নিজের ক্যারিয়ারকে গড়তে কলম্বিয়া ছেড়ে তিনি ইকুয়েডরে আসেন।

চিলির এই অভিযোগ সত্য প্রমাণিত হলে বাদ পড়তে পারে ইকুয়েডর। কেননা বাছাইপর্বে ৮ ম্যাচে খেলেছেন কাস্তিয়ো। সে ম্যাচগুলোতে ইকুয়েডর ১৪ পয়েন্ট পেয়েছিল। এ ১৪ পয়েন্ট বিয়োগ করা হলে সপ্তম স্থানে থাকা চিলি সেই সুবাদে পেতে পারে কাতার বিশ্বকাপে খেলার সু্যোগ।

এর আগে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে ডিফেন্ডার নেলসন কাবরেরা খেলেছিলেন বলিভিয়ার হয়ে। সে সময় তদন্তে বেরিয়ে আসে কাবরেরা এর আগে প্যারাগুয়ের হয়ে খেলেছেন ও তার জন্ম প্যারাগুয়েতে।

প্যারাগুয়েতে জন্মগ্রহণ করলেও তিনি বলিভিয়াতে ছিলেন ৪ বছর। ফিফার বেঁধে দেওয়া নিয়ম হলো, কোনো দেশের নাগরিকত্ব পেতে ফুটবলারকে সেই দেশে অন্তত ৫ বছর থাকতে হবে।

নিয়ম না মানায় বলিভিয়াকে তখন প্রতিযোগিতা থেকে বাদ দেয় ফিফা। পরে বলিভিয়ার বিপক্ষে চিলি ও পেরুকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো খবর