বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিবালার নৈপুণ্যে রোমার জয়

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪৫

ম্যাচ শেষের মিনিট দশেক আগে ব্যবধান বাড়াতে পারত রোমা। পেলেগ্রিনি পেনাল্টি মিস করায় সেটি আর সম্ভভ হয়নি। এতে করে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে হোসে মরিনহোর দল।

ইতালিয়ান সিরি আ লিগে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার দারুণ পারফরম্যান্সে এম্পোলির বিপক্ষে জয় পেয়েছে রোমা। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জয় পায় ইতালির ক্লাবটি।

কার্লো ক্যাসেলানি স্টেডিয়ামে সোমবার রাতে শুরুটা দারুণ করে রোমা। ম্যাচের ১৭তম মিনিটে গোল দিবালার গোলে এগিয়ে যায় তারা।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার মিনিট দুই এক আগে বেন্ডিনেল্লির গোলে সমতা ফিরে এম্পোলি। এতে করে ১-১ গোলে স্কোরলাইন রেখে রিরতিতে যায় দল দুটি।

বিরতির পর জয়সূচক গোলের চেষ্টা চালায় দুই দলই। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রোমা। ৭১তম মিনিটে রোমাকে আবারও এগিয়ে দেন ফরোয়ার্ড ট্যামি আব্রাহাম। দিবালার কাছ থেকে বল পেয়ে গোল করেন আব্রাহাম।

ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে ব্যবধান বাড়াতে পারত রোমা। পেলেগ্রিনি পেনাল্টি মিস করায় সেটি আর সম্ভভ হয়নি। এতে করে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে হোসে মরিনহোর দল।

সিরি আ লিগে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রোমা। ৬ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৩। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে এম্পোলি। অন্যদিকে ৬ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি।

এ বিভাগের আরো খবর