বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভুটানকে হারাল বাংলাদেশ

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৭

ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। তবে ৩৪তম মিনিটে গোলযুদ্ধে সফল হয় বাংলাদেশের ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা।

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হলো না বাংলাদেশের। সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে যুবারা, তবে বাহরাইনে অনূর্ধ্ব ২০ এএফসি বাছাইয়ে ভুটানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ে ভারতের সঙ্গে হারের দুঃখ কিছুটা হলেও কমেছে।

বাহরাইনে অনূর্ধ্ব ২০ এএফসি বাছাইয়ে সোমবার বাংলাদেশ ২-১ গোলে ভুটানকে হারিয়েছে।

ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। তবে ৩৪তম মিনিটে গোলযুদ্ধে সফল হয় বাংলাদেশের ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা।

বক্সের ভেতর ডান দিক থেকে গোলকিপারের পাশ দিয়ে পাস করেন উইঙ্গার রফিকুল ইসলাম। বল দারুণ শটে গোল করেন নোভা। এতে করে ১-০ তে লিড নেয় লাল-সবুজের জার্সিধারীরা।

দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকে ভুটান বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা চালায় ভুটান। কিছু সময়ের মধ্যে সফলও হয় দলটি। ৬০তম মিনিটে ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করেন সান্তা কুমার লিম্বো। তার গোলে সমতায় ফেরে ভুটান।

খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে বাংলাদেশের জয়সূচক গোলটি করেন আসিফ। তার গোলে ২-১ এর ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের যুবারা।

এই জয়ে বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা বেঁচে রইল। ১৬ ও ১৮ সেপ্টেম্বর যথাক্রমে কাতার ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর