অবসরের সিদ্ধান্তটি আগের। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেটিও দিয়ে দিলেন অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক ও ওপেনার অ্যারন ফিঞ্চ।
সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিলেন অজি এই ব্যাটার।
ক্রিকেট অস্ট্রেলিয়া শনিবার এক বিজ্ঞপ্তিতে ওয়ানডে থেকে ফিঞ্চের অবসরের ঘোষণাটি নিশ্চিত করেছে।
বছর দুয়েক আগেই ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ফিঞ্চ। এরই ধারাবাহিকতায় ওয়ানডে থেকে অবসর নিলেন তিনি।
ফিঞ্চ সে সময় জানিয়েছিলেন, ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হবে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার কেয়ার্নসে নিজের শেষ ওয়ানডে ম্যাচটি খেলতে নামবেন অ্যারন ফিঞ্চ।
ধারণা করা হচ্ছে, লম্বা সময় ধরে ব্যাট হাতে রানের দেখা না মেলায় ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন রঙিন পোশাকের দলপতি ফিঞ্চ। সবশেষ ৭ ওয়ানডেতে সব মিলিয়ে ২৬ রান এসেছে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে। তিনবারই শূন্য রানে আউট হয়েছেন তিনি।
এ ৭ ইনিংসের কেবল একটিতে দুই অঙ্কে স্পর্শ করা সম্ভব হয়েছে তার। বাকি সবগুলোতেই আটকে থাকতে হয়েছে এক অঙ্কের ঘরে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দেবেন তারকা এই ওপেনার। ধারণা করা হচ্ছে, রানের ভাগ্য না ঘুরলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটকেও বিদায় জানাতে পারেন ফিঞ্চ।