নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও দেশটির সবচেয়ে বড় তারকা সান্দিপ লামিছানেকে বরখাস্ত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (সিএএন)। লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সিএএন-এর ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত বিক্রম মাল্লার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লামিছানের বরখাস্ত অবস্থা বহাল থাকবে। এতে আরও বলা হয় যে লামিছানেকে কাঠমান্ডুর থানায় তলব করা হয়েছে। কাঠমান্ডু পুলিশ বিষয়টি তদন্ত করছে।
লামিছানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন। তার দল জ্যামাইকা তালাওয়াহ জানিয়েছে যে বৃহস্পতিবার রাতেই তিনি টুর্নামেন্ট ছাড়ছেন।
এর আগে, মঙ্গলবার কাঠমান্ডুর একটি থানায় লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ১৭ বছর বয়সী এক কিশোরী। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার লামিছানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কাঠমান্ডু জেলা আদালত।এর পরদিন অর্থাৎ শুক্রবার লামিছানেকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে সিএএন।
তবে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন লামিছানে। এক টুইট বার্তায় এ লেগস্পিনার লেখেন, তিনি নির্দোষ ও দেশের আইনের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা আছে। লামিছানে এও জানান যে এক-দুই দিনের মধ্যে তিনি দেশে ফিরছেন।