ইংল্যান্ডের রানি এলিজাবেথের মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো বিশ্ব। এ শোকে যোগ দিয়েছে ক্রীড়া জগৎও। একের পর এক শোকবার্তা ও খেলা স্থগিতের সংবাদ আসছে ইংল্যান্ড ও ইউরোপজুড়ে।
রানির মৃত্যুর পরপরই লন্ডনের দ্য ওভালে চলতে থাকা ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যেকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত ঘোষণা করা হয়। এক দিন বিরতি দিয়ে শনিবার আবারও শুরু হবে খেলা। অবশ্য ওভালে বৃষ্টির কারণে প্রথম দিন বৃহস্পতিবার মাঠে গড়ায়নি ম্যাচ।
এ ছাড়া স্থগিত করা হয়েছে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল)-এর অধীনস্থ সবগুলো লিগের শনি ও রোববারের ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচও স্থগিত হতে পারে।
ইউরোপা লিগের প্রথম রাউন্ডের ম্যাচের আগে বৃহস্পতিবার রাতে হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছিলেন ফুটবলাররা। ম্যাচের আগে পালন করা হয়েছে এক মিনিটের নীরবতা।
একে একে শোকবার্তা দিয়েছেন ফুটবল সম্রাট পেলে, টেনিস কিংবদন্তি রজার ফেডেরার ও ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার।
এক টুইট বার্তায় পেলে ৬০-এর দশকে রানির ব্রাজিল ভ্রমণের ছবি পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, ‘আমি রানি দ্বিতীয় এলিজাবেথের ভক্ত ছিলাম। ১৯৬৮ সালে তার সঙ্গে আমার প্রথম দেখা হয় এবং তখন থেকেই আমি তার ভক্ত। ওই বছর তিনি ব্রাজিলে এসেছিলেন এবং দর্শকভর্তি মারাকানায় ফুটবলের প্রতি আমাদের ভালোবাসার অভিজ্ঞতা পেয়েছিলেন। তার কর্মকাণ্ড ছিল যুগান্তকারী যা চিরকাল টিকে থাকবে।’
শোক জানানোর জন্য টুইটারকে বেছে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও সর্বকালের সেরা ব্যাটারদের অন্যতম টেন্ডুলকারও।
তিনি এক বার্তায় লিখেছেন, ‘রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবরে শোকাহত। তার সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। তার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আমি অভিভূত হয়েছি। তার পরিবার ও পরিজনদের প্রতি আমার সমবেদনা।’
টেনিস গ্রেট ফেডেরার তার বার্তায় লিখেছেন, ‘রানির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মার্জিত ভাব, অনুগ্রহ ও নিজ কর্তব্যের প্রতি আনুগত্য ইতিহাস হয়ে থাকবে। তার পরিবার ও গ্রেট ব্রিটেনের জন্য আমার সমবেদনা।’
ব্যক্তিগত শোকবার্তা ছাড়াও একে একে শোক প্রকাশ করেছে ফিফা, ইউয়েফা, আইসিসি, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় সব ক্রীড়া সংস্থা ও ক্লাব।