সবশেষ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলি। সেই ম্যাচে এবাদত হোসেনের শিকার হয়ে মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে এসেছিল ১৫৪ রান।
এর পর থেকেই নিজেকে একেবারেই যেন হারিয়ে ফেলেন ভারতীয় তারকা এই ক্রিকেটার। ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক নিজেকে হারিয়ে খুঁজছিলেন ২২ গজে। সেই ম্যাচের পর দীর্ঘ প্রায় আড়াই বছর সেঞ্চুরির দেখা পাননি ডানহাতি এই টপ অর্ডার।
অবশেষে এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে কোহলি কাটালেন ১০২০ দিনের খরা। আফগানিস্তানের বিপক্ষে বাগিয়ে নিলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতক। একইসঙ্গে বার্তা দিলেন তার রাজকীয় প্রত্যাবর্তনের।
নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি কোহলি হাঁকিয়েছেন ৫৩ বলে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা বিধ্বংসী করে ভারত। পাওয়ার প্লেতে লোকেশ রাহুল ও কোহলি মিলে তোলেন ৫২ রান। ৩২ বলে ক্যারিয়ারের ৩২ নম্বর অর্ধশতক তুলে নেন কোহলি।
সঙ্গী রাহুল ও সুরিয়াকুমার ইয়াদভ বিদায় নিলেও দুবাইয়ের মাঠে ঝড় অব্যাহত রাখেন কোহলি। ১৯তম ওভারে আফগান পেইসার ফরিদ আহমেদকে পরপর দুই বলে চার এবং ছক্কা মেরে ৫৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন কোহলি। ইনিংস শেষে অপরাজিত থাকেন ৬১ বলে ১২২ রানে।
কোহলির সেঞ্চুরিতে ভর করে ২ উইকেটে ২১২ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত।