বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্যালারিতে পাকিস্তানিদের ওপর চেয়ার ছুড়ে মারল আফগানরা

  •    
  • ৮ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫২

স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পাকিস্তানি পেইসার শোয়েব আক্তার টুইটে লেখেন, ‘আফগান ভক্তরা কী করছে এসব? এটি তারা অতীতে একাধিকবার করেছে। এটি একটি খেলা এবং এটি সঠিক ও সুন্দরভাবে হওয়া উচিত।’

এবারের এশিয়া কাপের সুপার ফোরের শেষ দিকে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে উঠেছিল পাকিস্তান ও আফগানিস্তানের খেলাটি। দুই দলের লড়াইয়ে খানিকটা ভাগ্য নির্ভর করছিল ভারতের, তবে এসব কিছু ছাপিয়ে পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচের দ্বন্দ্বটি মূলত শুরু হয় মাঠেই।

পাকিস্তানি ব্যাটার আসিফ আলিকে আউট করেন আফগান পেইসার ফরিদ আহমেদ। তার আউটের পর ওই সময় মাঠেই কিছু একটা বলেছিলেন ফরিদ। ঠিক তখনই মেজাজ হারিয়ে আসিফ ব্যাট দিয়ে মারতে যান ফরিদকে। ওই সময় দলের বাকি খেলোয়াড়রা বিষয়টি সামলালেও সেই উত্তাপ ছড়িয়ে পড়ে গ্যালারির দর্শকদের মধ্যে।

শেষ পর্যন্ত পাকিস্তান নাটকীয় জয় পেলে মেনে নিতে পারেননি আফগানিস্তানের সমর্থকরা। ফলে মাঠেই শুরু হয় দুই দলের সমর্থকদের মারামারি।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার সকালে একটি ভিডিও শেয়ার করে। ভিডিওতে দেখা যায়, আফগান সমর্থকরা স্টেডিয়ামের চেয়ার ভেঙে ছুড়ে মারছেন পাকিস্তানি সমর্থকদের ওপর।

এমন ঘটনার পর পাকিস্তানি পেইসার শোয়েব আক্তার টুইট করে লেখেন, ‘আফগান ভক্তরা কী করছে এসব? এটি তারা অতীতে একাধিকবার করেছে। এটি একটি খেলা এবং এটি সঠিক ও সুন্দরভাবে হওয়া উচিত।’

শফিক স্তানিকজাইকে তিনি ট্যাগ করে আরও বলেন, ‘আপনি যদি খেলায় এগিয়ে যেতে চান তবে আপনার ভক্ত এবং খেলোয়াড়দের কিছু জিনিস শিখতে হবে।’

এ বিভাগের আরো খবর