নতুন মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে আছেন বার্সার পোলিশ তারকা রবার্ট লেওয়ানডোভস্কি। একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে লেওয়ানডোভস্কির হ্যাটট্রিকে ভিক্টোরিয়া প্লাজেনকে উড়িয়ে শুভ সূচনা করেছে চাভি এর্নান্দেসের দল। কাতালানদের হয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক উপহার দিয়েছেন তিনি।
কাম্প ন্যুতে বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে চেক রিপাবলিকের ক্লাবটির বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে বার্সেলোনা। সাফল্য পেতেও খুব বেশি সময় লাগেনি দলটির।
খেলা শুরুর ১৩ মিনিটের মাথায় লিড নেয় বার্সা। মিডফিল্ডার ফ্র্যাংক কেসিয়ে হেড থেকে গোল পেয়ে বার্সার জার্সিতে নিজের প্রথম গোল উদযাপন করেন তিনি।
৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেওয়ানডোভস্কি। ডি-বক্সের সামনে পেয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান সাবেক বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার লেভা। এতে করে ২-০ গোলে লিড পায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
দ্বিতীয় গোলের মিনিট দুয়েক পর ব্যবধান বাড়াতে পারত বার্সেলোনা, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি চাভির শিষ্যরা। ৪৪তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। চেক রিপাবলিকের মিডফিল্ডার ইয়ান সিকোরার গোলে ২-১-এ পরিণত হয় স্কোরলাইন।
প্রথমার্ধের খেলা শেষে হওয়ার আগে অতিরিক্ত সময়ে ডাইভিং হেড থেকে গোল পান ফিফার দুবারের বর্ষসেরা ফুটবলার লেওয়ানডোভস্কি। লেভার গোলে ৩-১-এ এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।
বিরতির পর ৬৫তম মিনিটে নিজদের তৃতীয় গোলটি করেন পোলিশ এ স্ট্রাইকার। ডি-বক্সের বাইরে থেকে শট নিয়ে বল লক্ষ্যে পৌঁছালে হ্যাটট্রিক করেন লেওয়ানডোভস্কি। চ্যাম্পিয়নস লিগে এর আগে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে একবার ও বায়ার্নের জার্সিতে ৪বার হ্যাটট্রিক করেন এ তারকা স্ট্রাইকার।
বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫ ম্যাচে তিনি ৮টি গোল করেন। সবগুলোই সবশেষ ৪ ম্যাচে। লা লিগায় টানা ২ ম্যাচে জোড়া গোলের পর শেষটিতে করেন একটি।
এবার চ্যাম্পিয়ন্স লিগে এটি প্রথম হ্যাটট্রিক লেভার। প্রতিযোগিতাটিতে তার গোল বেড়ে দাঁড়াল ৮৯টিতে।
৭১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দলকে বড় জয়ের পথে এগিয়ে নেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান টরেস। এতে করে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চাভির শিষ্যরা।
রাতে চ্যাম্পিয়ন লিগের আরেক ম্যাচে ইন্টার মিলানকে তাদের মাঠেই ২-০ গোলে হারায় বায়ার্ন মিউনিখ।