সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২-এর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।
নেপালের দশরথ রঙ্গশালা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার ম্যাচের শুরু থেকেই মালদ্বীপকে চাপে রাখেন বাংলাদেশের মেয়েরা। খেলার ৩৩ মিনিটের মাথায় প্রথম গোল পান অধিনায়ক সাবিনা খাতুন। বক্সের বাইরে থেকে দারুণ শটে বল জালে জড়ান তিনি।
সাবিনার গোলের ঠিক ২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে দলের আরেক ফরওয়ার্ড মাসুরা পারভিন। তার গোলে ২-০ গোলে এগিয়ে যায় কোচ গোলাম রাব্বানী ছোটনের দল।
তৃতীয় গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশের মেয়েদের। ৪০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। বিরতিতে যাওয়ার আগে ৩-০ পরিণত হয় বাংলাদেশের স্কোরলাইন।
ম্যাচের ৩২ থেকে ৪০ মিনিট- এই ৮ মিনিটে তিন গোল করেন ছোটনের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে অধিনায়ক সাবিনা তার হ্যাটট্রিকের চেষ্টা চালান। কয়েকবারের চেষ্টায় সফল হননি এই ফরওয়ার্ড। বদলি খেলোয়াড় নামানো হলেও গোলের দেখা পায়নি কোনো দলই। অবশেষে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ গোলাম রাব্বানী ছোটনের দল।
মালদ্বীপের বিপক্ষে জয়ের ফলে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারত পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে আছে।
এদিকে ছেলেদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশের কিশোররা।