বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অভিজ্ঞ ও তরুণদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

  •    
  • ৭ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৬

বাছাইপর্ব নিশ্চিত করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে নেদারল্যান্ডসকে উত্তীর্ণ হতে হবে প্রথম রাউন্ডের খেলায়। যেখানে দলটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও নামিবিয়া।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দল ঘোষণা করেছে ক্রিকেট নেদারল্যান্ডস। ১৬ সদস্যের দলে নতুন মুখের পাশাপাশি ফিরিয়ে আনা হয়েছে ভ্যান ডার মারওয়ে এবং কলিন অ্যাকারম্যানের মতো খেলোয়াড়দের। দলটির নেতৃত্ব দেবেন স্কট অ্যাডওয়ার্ডস।

অস্ট্রেলিয়ায় টুর্নামেন্টটি হওয়াতে পেইসারদের প্রাধান্য দিয়ে এ স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট নেদারল্যান্ডস।

বিশ্বকাপের জন্য ঘোষিত এ দলে রয়েছেন পেইস বোলার ব্র্যান্ডন গ্লোভার, লোগান ফন বিক, পল ফন মেকেরেন ও কলিন অ্যাকারম্যান। গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে সব শেষ ক্রিকেট খেলেছিলেন বাঁহাতি স্পিনার অলরাউন্ডার রোয়েলফ ফন ডার মারউই। তিনি ডাক পেয়েছেন এবারের বিশ্বকাপ স্কোয়াডে।

বাছাইপর্বের ফাইনালে জিম্বাবুয়ের কাছে হারলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ডাচরা।

বাছাইপর্ব নিশ্চিত করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে নেদারল্যান্ডসকে উত্তীর্ণ হতে হবে প্রথম রাউন্ডের খেলায়। যেখানে দলটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও নামিবিয়া।

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন অ্যাকারম্যান, লোগান ফন বিক, শারিজ আহমেদ, টম কুপার, ব্রেন্ডন গ্লোভার, টিম ফন ডার গুগটেন, বাস ডি লিড, পল ফন মেকেরেন, ফ্রেড ক্লাসেন, রোয়েলফ ফন ডার মারউই, স্টিফেন মাইবার্গ, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল, ম্যাক্স ওদাউদ ও বিক্রম সিং।

এ বিভাগের আরো খবর