এশিয়া কাপের সুপার ফোরে রোববার রাতে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখা মোহাম্মদ রিজওয়ান ইনজুরিতে পড়েছেন। ম্যাচে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেওয়ার পর হাসপাতালে যেতে হয়েছে এ ওপেনারকে। ভারতের বিপক্ষে ম্যাচে উইকেটের পেছনে দায়িত্ব পালন করার সময় হাটুঁর ইনজুরিতে পড়েন রিজওয়ান। ১৫তম ওভারে পেইসার মোহাম্মদ হাসনাইনের বাউন্সার উইকেটকিপার রিজওয়ানের মাথার উপর দিয়ে চলে যায়।সেটি লাফিয়ে ধরতে গিয়ে ডান পায়ে ব্যাথা পান তিনি। পরেই মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয় রিজওয়ানকে। এরপর ব্যাট হাতে নেমে রান পেলেও সিঙ্গেলস বা ডাবলস রান নেয়ার সময় অস্বস্তিতে ছিলেন রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) পক্ষ থেকে সোমবার জানানো হয় যে, ম্যাচ শেষে দুবাইয়ের একটি হাসপাতালে নেয়া হয় রিজওয়ানকে। হাসপাতালে রিজওয়ানের ডান পায়ে এমআরআই স্ক্যান করানো হয়েছে। স্ক্যানে দেখা গেছে চোট গুরুতর নয়।
পরবর্তী ম্যাচের আগে ২ দিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন রিজওয়ান। ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর আগে দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিমকে হারিয়েছে পাকিস্তান। চোটে পড়েছেন আরেক পেসার শাহনাওয়াজ দাহানি।