বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে বিসিবির নাটকীয়তা নতুন কিছু নয়। কদিন আগেও টি-টোয়েন্টি দল ও জাতীয় দলের হেডকোচ নিয়ে বিপরীতমুখী বক্তব্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছিলেন বোর্ড কর্তারা। এবারে মুশফিকুর রহিমের অবসরের ঘোষণা নিয়ে বিভ্রান্তির ইঙ্গিত বিসিবির কথায়।
রোববার সকালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ১৬ বছর জাতীয় দলকে টি-টোয়েন্টিতে সার্ভিস দেয়ার পর অবসরের সিদ্ধান্ত নেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের কাছে ও চিঠিতে বিসিবির কাছে নিজের সিদ্ধান্ত জানান তিনি।
তবে, এ প্রসঙ্গেও বিসিবির কাছ থেকে এসেছে অবাক করার মতো মন্তব্য। মুশফিক অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেও বিসিবি জানিয়েছে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর। সভাপতির অনুমতি পেলে মুশফিকের আবেদন গ্রহণ করবে বোর্ড।
আর অবসরের সিদ্ধান্তে কেন বোর্ডের অনুমতি নিতে হবে কিংবা সভাপতি অনুমতি না দিলে বিসিবির পদক্ষেপ কী হবে সে প্রসঙ্গে নির্দিষ্ট করে সংবাদমাধ্যমে কিছু বলেননি বোর্ডের অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনূস।
নিউজবাংলাকে ইউনূস বলেন, ‘আমি বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। মুশফিক আমাদের ই-মেইল দিয়েছে। আমরা এখনও সিদ্ধান্ত নেইনি (আবেদন) গ্রহন করেছি কি করিনি। আমাদের মধ্যে আলাপ করতে হবে।’
ইউনূস জানিয়েছেন মুশফিক অবসর নিলে তাকে বিশ্বকাপে মিস করবে বাংলাদেশ দল। তবে বরাবরের মতো ইউনূস সিদ্ধান্তের বিষয়টি ছেড়ে দিয়েছেন সভাপতির ওপর।
‘বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করে আমরা সিদ্ধান্তে যাব। সিদ্ধান্ত এখনও হয়নি। তাই এই মুহুর্তে বলতে পারছি না। তবে মুশফিক যদি বিশ্বকাপে না থাকে, তাহলে তাকে অবশ্যই মিস করব।’