বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এমবাপের জোড়া গোলে সহজ জয় পিএসজির

  •    
  • ৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৭

মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই মাঠে মেসি-এমবাপেরা। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে এমবাপে পান জোড়া গোল। এতে করে নঁতের বিপক্ষে রোববারের ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় ক্রিস্তফ গলতিয়ের দল।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের ধারাতেই আছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।

মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই মাঠে মেসি-এমবাপেরা। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে এমবাপে পান জোড়া গোল। এতে করে নঁতের বিপক্ষে রোববারের ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় ক্রিস্তফ গলতিয়ের দল।

নঁতের বিপক্ষে এর আগে ৩ ম্যাচের ২টিতে হেরেছিল পিএসজি। এবার ম্যাচের ২৪ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাবিও লাল কার্ড পেলে ১০ জনের দল নিয়ে নঁতেকে খেলতে হয়েছে বাকি সময়টা।সেটার প্রতিফলন দেখা গেছে ম্যাচে। মেসি-এমবাপেদের বিপক্ষে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি নঁতে।

ম্যাচের ১৮ মিনিটে লিড নেয় পিএসজি। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সুফল পায়নি নঁতে।উল্টো ২৮তম মিনিটে পিএসজি মিডফিল্ডার ভিতিনিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাবিও।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আবারও আক্রমণে যায় পিএসজি। ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। আবারও মেসির কাছ থেকে বল পেয়ে নিজের জোড়া গোল সম্পন্ন করেন এ ফরাসি তারকা।

চলতি মৌসুমে এমবাপের গোলের সংখ্যা এখন ৭। অন্যদিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও চলতি মৌসুমে সমসংখ্যক গোল করেছেন।

৬৩তম মিনিটে এমবাপের বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। মাঠে নেমে গোলের জন্য দারুণ একটি শট নেন তিনি। কিন্তু পোস্টে লেগে ফেরত এলে বল পান তরুণ ডিফেন্ডার নুনো মেন্দেস। পরে মেন্দিসের শটে ৩-০ তে দারুণ জয় পায় পিএসজি।

৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অলিম্পিক মার্শেই।

এ বিভাগের আরো খবর