সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস লিগে ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলার জন্য একমাত্র বাংলাদেশি হিসেবে ডাক পেয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। কিন্তু দল পেয়েও সেই টুর্নামেন্টে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাতীয় দলের সফলতম এই অধিনায়ক।
নিউজবাংলাকে টুর্নামেন্টে অংশ না নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি বিন মোর্ত্তজা নিজেই।
ম্যাশ বলেন, ‘গত মাসে খেলার প্রস্তাব পাই। খেলব কি না ভাবছিলাম। নানা কারণে টুর্নামেন্টটিতে খেলা হচ্ছে না। না খেলার বিষয়টি গতকাল সংশ্লিষ্টদের আমি জানিয়ে দিয়েছি।’
প্লেয়ার্স ড্রাফট থেকে মাশরাফিকে দলে ভিড়িয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস। জ্যাক ক্যালিস, রস টেইলর, মিচেল জনসনের মতো সাবেক তারকা ক্রিকেটারদের সঙ্গে একই দলে খেলার কথা ছিল তার।
আসন্ন এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। বাকি তিন দল হলো মানিপাল টাইগার্স, গুজরাট জায়ান্টস, ভিলওয়ারা কিংস।
ছয়টি ভেন্যুতে হবে টুর্নামেন্টের ১৫টি ম্যাচ। ১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে হবে উদ্বোধনী ম্যাচটি। পাশাপাশি লক্ষ্ণৌ, দিল্লি, কুটাক, রাজকোট ও যোধপুরকে রাখা হয়েছে ভেন্যু হিসেবে।