সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ টম মুডির দ্বিতীয় দফায় চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এবার নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারাকে।
ভারতীয় ক্রিকেট সাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী নতুন কোচের দায়িত্ব নেয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক লারা। তিনি গত মৌসুমে সানরাইজার্সের কৌশলগত উপদেষ্টা এবং ব্যাটিং কোচ ছিলেন।
জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি-টোয়েন্টির দল ডেজার্ট ভাইপার্সে ক্রিকেটের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মুডি। যে কারণে নতুন করে চুক্তি নবায়নে চান তিনি। আগ্রহ দেখায়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল সানরাইজার্স।
প্রথমবার কোচের দায়িত্ব নিয়ে মুডি দারুণ সফলতা পান। মুডির সহযোগিতায় দলটি ৫বার ফাইনাল খেলাসহ ২০১৬ সালের আইপিএল শিরোপা ঘরে তোলে সানরাইজার্স হায়দরাবাদ।
দ্বিতীয় দফায় কোচের দায়িত্ব পেয়ে সময় ভালো যায়নি অস্ট্রেলিয়ান এ কোচের। গেল মৌসুমে ১০ দলের অংশগ্রহণে আয়োজিত হয়েছিল আইপিএল। সেখানে ৬টি জয় এবং ৮টি হার নিয়ে অষ্টম স্থানে থেকে তাদের আসর শেষ করতে হয়।
গত দুই মৌসুমে, জয়ের দিক থেকে সানরাইজার্স ছিল আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্সকারী দল। ২৮টি ম্যাচে তাদের ৯টি জয়, ১৮টি পরাজয় এবং ১টি টাই ছিল।