অপ্রত্যাশিতভাবেই এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ইউনিট খোলস ছেড়ে বেরিয়ে এলেও অগোছালো ও বাজে ডেথ ওভারের কারণে ২ উইকেটে হারতে হয়েছে সাকিব বাহিনীকে।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচ হারলেও জাতীয় দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। শুক্রবার চাঁদপুরে বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
আকরাম বলেন, ‘একটি বিষয় আমার ভালো লেগেছে যে আগের ম্যাচের চেয়ে শেষ ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করেছে। ম্যাচটি পুরোপুরি আমাদের আয়ত্বে ছিল। শেষ ২-৩ ওভারে আমরা হেরে গেছি। এভাবে যদি আমরা পারফর্ম করতে পারি তাহলে দিনে দিনে আমাদের খেলা আরও উন্নত হবে।’
বোর্ডের ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান আকরাম মনে করেন ভুলগুলো কমিয়ে আনা সম্ভব হলে সামনের দিকে বাংলাদেশ আরও বেশি ম্যাচ জিততে পারবে।
আকরাম বলেন, ‘আমাদেরকে আরও বুদ্ধিমান হতে হবে। যে ভুল করি তা অন্যান্য দল কম করে। শেষ ম্যাচে আমরা নো বল, ওয়াইড বল-এ রান দিয়েছি। পরে বোলিং করলে নানা কারণে এটি হতে পারে। এগুলো কমিয়ে আনতে হবে। এ ভুলগুলো যত কম করব, ভালো ম্যাচ আমরা তত বেশি জিততে পারব।’