বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দলবদলের শেষ দিনে এক ঝাঁক তারকার ক্লাব বদল

  •    
  • ২ সেপ্টেম্বর, ২০২২ ১৪:০৩

অবামেয়াং গেছেন চেলসিতে। তাকে সই করাতে লন্ডনের ক্লাবটিকে খরচ করতে হয়েছে ১ কোটি ৪০ লাখ ইউরো। একই সঙ্গে লেফট ব্যাক মার্কোস অলোনসোকেও এই চুক্তির মধ্যে পাচ্ছে বার্সেলোনা।

ইউরোপীয় ফুটবলে মৌসুমের প্রথম দলবদলের শেষ দিন ছিল ১ সেপ্টেম্বর। বৃহস্পতিবার নিজেদের স্কোয়াড গোছানো নিয়ে মহাব্যস্ত ছিল বড় বড় ক্লাবগুলো। সকাল ৬টা পর্যন্ত বেশ কিছু বড় নাম নতুন ক্লাবে যোগ দিয়েছেন।

খেলোয়াড় কেনাবেচায় শেষ দিন ব্যস্ত ছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চলতি জানুয়ারিতে আর্সেনাল থেকে কেনা স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং ও রাইট ব্যাক সার্জিনিও ডেস্টকে বিক্রি করেছে তারা।

অবামেয়াং গেছেন চেলসিতে। তাকে সই করাতে লন্ডনের ক্লাবটিকে খরচ করতে হয়েছে ১ কোটি ৪০ লাখ ইউরো। একই সঙ্গে লেফট ব্যাক মার্কোস অলোনসোকেও এই চুক্তির মধ্যে পাচ্ছে বার্সেলোনা।

শুধু অলোনসোই নয় ইউভেন্তাস থেকে সুইস মিডফিল্ডার ডেনিস জাকারিয়াকেও ধারে দলে ভিড়িয়েছে চেলসি।

অন্যদিকে, আর্সেনাল থেকে নিজেদের অ্যাকাডেমির খেলোয়াড় হেক্তর বেয়েরিনকে সই করেছে বার্সেলোনা। ২০১১ সালে ১৬ বছর বয়সে বার্সেলোনা ছেড়েছিলেন বেয়েরিন।

১৫ মৌসুম খেলার পর গত মৌসুম তিনি খেলেন লা লিগার রিয়াল বেতিসে। আর এ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বার্সেলোনায়।

বার্সেলোনার আরেক সাবেক খেলোয়াড় আর্থুর মেলো ধারে ইউভেন্তাস থেকে যোগ দিয়েছেন লিভারপুলে।

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি) ব্যস্ত ছিল শেষদিন। তাদের জার্মান উইঙ্গার ইউলিয়ান ড্র্যাক্সলারকে কিনে নিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। তবে কত টাকা খরচ করেছে বেনফিকা সেটা প্রকাশ করেনি তারা।

পিএসজি ছেড়েছেন ফরাসি লেফট ব্যাক লেভিন কুরজাওয়া। ধারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামে যোগ দিয়েছেন তিনি।

এ দুই খেলোয়াড়ের বিদায়ের দিন পিএসজিতে যোগ দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলের। তাকে ২ কোটি ইউরোতে ভালেনসিয়া থেকে দলে টেনেছে পিএসজি।

এবারের দলবদলে সবার চেয়ে আলোচনায় ছিলেন আয়াক্স আমস্টার্ডামের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্টনি। ৯ কোটি ৯০ লাখ ইউরোতে তাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।মঙ্গলবার তার দল বদলের খবর নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার ইউনাইটেড তাকে সই করিয়েছে। একই দিন নিউকাসল ইউনাইটেডের গোলকিপার মার্টিন ডুব্রাভকাকে ধারে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এ বিভাগের আরো খবর