এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ১৮৩ রানের বড় সংগ্রহ করেও দুই উইকেটে হেরে যায় সাকিব আল হাসানের দল।
বড় রান তাড়া করতে নেমে শেষ ওভারে জয় পায় শ্রীলঙ্কা। দলের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব।
১৯.৩ ওভারের মধ্যে ১২টি অতিরিক্ত বল করেছে বাংলাদেশ। এবাদত হোসেন ও শেখ মাহেদি হাসান মিলে করেছেন ৩টি নো বল ও ৯টি ওয়াইড বল। অভিষেক ম্যাচে ৩টি উইকেট পেলেও এবাদত ২টি নো ও ৬টি ওয়াইড বল করেছেন।
ম্যাচের সপ্তম ওভারে অফস্পিনার মাহেদির করা নো বল থেকে জীবন পান কুশল মেন্ডিস।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘কোন অধিনায়ক টিমের কাছ থেকে নো বল আশা করে না। আমি মনে করি এটি একটি অপরাধ। বিশেষ করে যখন কোন স্পিনার নো বল করেন। এই জায়গাগুলোতে আমাদের অনেক উন্নতি দরকার।
‘আজকে আমরা অনেকগুলো নো বল ও ওয়াইড দিয়েছি। আমার কাছে মনে হয় প্রেসারের মধ্যে যা করা উচিত ছিল আমরা সেটা ঠিকভাবে করতে পারিনি। তাই আমাদের আসলে ভালো করতে হলে এগুলো থেকে শিক্ষা নিতে হবে।’