বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয়ের ধারায় ফিরেছে রোনালডোর ইউনাইটেড

  •    
  • ২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৪

ম্যাচের শুরু থেকে ম্যানইউ আধিপত্য বিস্তার করলেও খুব বেশি সুবিধা করতে পারেনি রেড ডেভিলরা। জেডন স্যানচোর করা একমাত্র গোলে টানা তৃতীয় জয় পায় কোচ এরিক টেন হাখের দল। ২৩ মিনিটের মাথায় গোলটি করেন ২২ বছর বয়সী এ ইংলিশ উইঙ্গার।

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি আসরের শুরুটা ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। মৌসুমের শুরুতে প্রথম দুই ম্যাচ হারের পর এবার জয়ের ধারায় ফিরেছে ম্যানইউ। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি টানা তিন ম্যাচ জিতে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে।

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলে লেস্টার সিটির বিপক্ষে চার ম্যাচ পর জয়ের দেখা পেল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

এ নিয়ে টানা তিন ম্যাচে একই একাদশ নামালেন ম্যানইউ কোচ টেন হাখ। সবগুলো ম্যাচেই শুরু থেকে খেলার সুযোগ পায়নি ক্রিস্টিয়ানো রোনালডো; খেলতে হয়েছে বদলি খেলোয়াড় হিসেবে।

ম্যাচের শুরু থেকে ম্যানইউ আধিপত্য বিস্তার করলেও খুব বেশি সুবিধা করতে পারেনি রেড ডেভিলরা। জেডন স্যানচোর করা একমাত্র গোলে টানা তৃতীয় জয় পেল কোচ এরিক টেন হাখের দল। ২৩ মিনিটের মাথায় গোলটি করেন ২২ বছর বয়সী এ ইংলিশ উইঙ্গার।

১-০তে লিড নিয়ে বিরতিতে যায় ইউনাইটেড। এর আগে ৩৭তম মিনিটে আরও একটি গোলের সু্যোগ পান স্যানচোর। বক্সের ভেতর থেকে করা শট ঠেকিয়ে দিয়ে বিপদমুক্ত করে লেস্টারের ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দুই দলই চেষ্টা করে গোলের জন্য। দলকে সমতায় ফেরাতে পারত লেস্টার সিটি। জেমস ম্যাডিসনের ফ্রি কিক ঝাঁপিয়ে ফেরান ম্যানইউর স্প্যানিশ গোলকিপার দাভিদ দে হেয়া।

ম্যাচের ৬৮তম মিনিটে স্যানচোর জায়গায় রোনালদোকে নামান টেন হাগ, তবে এ দিনের খেলায় তিনি কোনো গোলের দেখা পাননি। বেশ কয়েকবার সুযোগ পেলেও কিক লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর ১ পয়েন্ট নিয়ে সবার নিচে লেস্টার সিটি।

এ বিভাগের আরো খবর