বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবাদত-তাসকিনে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

  •    
  • ১ সেপ্টেম্বর, ২০২২ ২২:৫৭

জুটি ভাঙ্গে অভিষিক্ত এবাদত হোসেনের হাত ধরে। ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে এসেই তৃতীয় বলে ফেরান নিশাঙ্কাকে। ডিপ মিড উইকেটে এবাদতকে উড়িয়ে মারতে গিয়ে মুস্তাফিজের হাতে ধরা দিয়ে ২০ রানে সাজঘরে ফেরেন লঙ্কান এই ওপেনার।

বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশের দেয়া রান পাহাড়ের জবাবে বিপাকে রয়েছে শ্রীলঙ্কা। ১০ ওভারে স্কোরবোর্ডে তারা তুলেছে ৮০ রান। বিনিময়ে খুঁইয়েছে ৪ উইকেট।

রান পাহাড় তাড়ার মিশনে ম্যাচের শুরু থেকেই মারকুটে ভূমিকায় অবতীর্ণ হন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।

ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিনের বলে মুশফিকের হাতে জীবন পান মেন্ডিস। জীবন পেয়ে আগ্রাসনটা বাড়িয়ে দেন ডানহাতি এই ব্যাটার। সঙ্গী নিশাঙ্কাকে নিয়ে উদ্বোধনী জুটিতে এনে দেন ৪৫ রান।

এই জুটি ভাঙ্গে অভিষিক্ত এবাদত হোসেনের হাত ধরে। ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে এসেই তৃতীয় বলে ফেরান নিশাঙ্কাকে। ডিপ মিড উইকেটে এবাদতকে উড়িয়ে মারতে গিয়ে মুস্তাফিজের হাতে ধরা দিয়ে ২০ রানে সাজঘরে ফেরেন লঙ্কান এই ওপেনার।

একই ওভারের শেষ বলে চারিথ আশালাঙ্কাকে ১ রানেই ফেরান টাইগার পেইসার।

নিজের পরের ওভারে ফের আঘাত হানেন এবাদত। এবারে তার শিকার হয়ে ফিরতে হয় দানুষ্কা গুনাথিলাকাকে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১১ রান।

নবম ওভারে লঙ্কা শিবিরে আঘাত হানেন তাসকিন। ভানুকা রাজাপাকশেকে ২ রানে সাজঘরের পথ দেখিয়ে নিজের ঝুলিতে প্রথম উইকেট পুরেন ডানহাতি এই পেইসার।

তবে উইকেটের একপ্রান্ত আগলে ধরে লড়াই চালাতে থাকেন মেন্ডিস। দাশুন শানাকাকে সঙ্গে নিয়ে ১০ ওভারে তোলেন ৮০ রান।

এ বিভাগের আরো খবর