এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে শুরুতে চেপে ধরলেও শেষ দিকে তা বজায় রাখতে পারেনি হংকং। সুরিয়াকুমার ইয়াদভের টর্নেডো ইনিংস আর ভিরাট কোহলি ও লোকেশ রাহুলের সতর্ক ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে নবাগত দলটির বিপক্ষে ১৯২ রানের পুঁজি দাঁড় করিয়েছে ভারত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান হংকং দলপতি নিজাকাত খান। বল হাতে নেমে শুরু থেকেই আঁটসাঁট বোলিং করতে থাকেন হংকংয়ের বোলাররা।
পাওয়ার প্লেতে ৪৪ রান তুললেও বিনিময়ে ১৩ বলে ২১ করা রোহিত শর্মার উইকেট তুলে নেয় নবাগতরা। এরপর কোহলি ও রাহুলকে চেপে ধরে হংকং।
ম্যাচের ১৩ তম ওভারে রাহুল যখন ৩৯ বলে ৩৬ করে বিদায় নেন তখন ভারতের বোর্ডে ৯৪ রান।
এরপর দুবাইয়ে ঝড় তোলেন সুরিয়াকুমার। খেলেন ২৬ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস। সঙ্গী কোহলিও লম্বা সময় পর দেখা পান অর্ধশতকের। তিনি অপরাজিত থাকেন ৫৯ রানে।
দুই ব্যাটারের মারকুটে ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯২ রানের বড় সংগ্রহ করে ভারত।