আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। বুধবার এক বিবৃতিতে আন্তর্জাতিক অঙ্গন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন এই তারকা ক্রিকেটার।
বিবৃতিতে গ্র্যান্ডহোম বলেন, ‘আমার বয়স কমছে না তা স্বীকার করি। বিশেষ করে ইনজুরির কারণে অনুশীলন করাটা কঠিন হয়ে যাচ্ছে। আমার একটি পরিবার আছে। ক্রিকেট-পরবর্তী জীবনে আমার ভবিষ্যৎ কী তা বোঝার চেষ্টা করছি। গত কয়েক সপ্তাহ ধরে আমার মনে এসব চিন্তাই আসছে।’
‘আমি যথেষ্ট ভাগ্যবান। ২০১২ সালে অভিষেকের পর থেকে ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলার সুযোগ পেয়েছি। আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত। তবে আমি মনে করি, এটাই ক্যারিয়ার শেষ করার সঠিক সময়।’
‘আমি গত এক দশক ধরে এই দলের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। আমরা একসঙ্গে যে অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করেছি, তার জন্য কৃতজ্ঞ। সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিপক্ষের অনেকের সঙ্গে টেকসই বন্ধুত্ব গড়েছি। আমার বাকি জীবনের জন্য এই স্মৃতিগুলোকে মূল্যবান করে রাখব।’
২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন গ্র্যান্ডহোম। এরপর জাতীয় দলের জার্সি গায়ে ২৯ টেস্টে, ৪৫ ওয়ানডে ও ৪১ টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার।
সাদা পোশাকের ক্রিকেটে ২ সেঞ্চুরি ও ৮ হাফ সেঞ্চুরিসহ ৩৮.৭০ গড়ে তার সংগ্রহ ১ হাজার ৪৩২ রান। বল হাতে নিয়েছেন ৪৯টি উইকেট।
পাশপাশি ৪৫ ওয়ানডেতে ৪ ফিফটিসহ ১০৫.১৫ স্ট্রাইক রেটে করেন ৭৪২ রান। বল হাতে ঝুলিতে পোরেন ৩০ উইকেট।
এছাড়া ৪১ টি-টোয়েন্টিতে ১৫.৭৮ গড়ে ৫০৫ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।