ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি মৌসুমে দ্বিতীয় বার হারের স্বাদ পেল চেলসি। লিডস ইউনাইটেডের সঙ্গে নিজেদের প্রথম হারের পর এবার সাউদাম্পটনের বিপক্ষে পয়েন্ট খোয়াল চেলসি।
সাউদাম্পটনের ঘরের মাঠ সেন্ট মেরি স্টেডিয়ামে মঙ্গলবার ২-১ গোলের ব্যবধানে হেরেছে থমাস টুখেলের দল। চলতি মৌসুমে পাঁচ ম্যাচ খেলে দুটি করে জয় ও হারের সঙ্গে একটি ড্র নিয়ে টেবিলের অষ্টম স্থানে ব্লুজরা।
ম্যাচের শুরুটা দারুণ করে টুখেলের শিষ্যরা। ইংলিশ ফুটবলার রাহিম স্টার্লিংয়ের গোলে ২৩ মিনিটের মাথায় প্রথম লিড পায় চেলসি, তবে সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি। লিড পাওয়ার পাঁচ মিনিট পরই সমতায় ফিরে সাউদাম্পটন। তাদের হয়ে সমতাসূচক গোলটি করেন রোমিও লাভিয়া।
প্রথমার্ধের খেলা শেষ হলে যোগ করা অতিরিক্ত সময়ে অ্যাডাম আর্মস্ট্রংয়ের ২-১ গোলে উল্টো এগিয়ে যায় সাউদাম্পটন। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় টুখেলের দল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে চেলসি আবারও চাপ ফেলার চেষ্টা করে। কিন্তু কোনোভাবেই সুযোগ না পেলে শেষ পর্যন্ত হারকে সঙ্গী করেই মাঠ ছাড়ে ব্লুজরা।