বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিবালার জোড়া গোলে শীর্ষে রোমা

  •    
  • ৩১ আগস্ট, ২০২২ ১১:১৪

চলতি মৌসুমে দলে যোগ দেয়া দিবালা অবশেষে নিজের খোলস ছেড়ে বেড়িয়েছেন। প্রথম তিন ম্যাচে দারুণ খেললেও ইউভেন্তাসের সঙ্গে একটি এসিস্ট ছাড়া কোনো গোলের দেখা পাননি আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। অবশেষে রোমার হয়ে গোলের খাতা খুললেন ২৮ বছর বয়সী এ তারকা।

সিরি আ লিগে মনজার বিপক্ষে পাওলো দিবালার জোড়া গোলে ৩-০ তে জয় পেয়েছে ইতালির ক্লাব রোমা। অন্য আরেকটি গোল করেন রজার ইবানেজ। এতে করে নতুন মৌসুমের শুরু থেকে টানা জয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে হোসে মরিনহোর দল।

নিজেদের ঘরের মাঠ রোমের স্টেডিও অলিম্পিকোতে মঙ্গলবার শুরুটা দারুণ করে রোমা। চলতি মৌসুমে দলে যোগ দেয়া দিবালা অবশেষে নিজের খোলস ছেড়ে বেড়িয়েছেন। প্রথম তিন ম্যাচে দারুণ খেললেও ইউভেন্তাসের সঙ্গে একটি এসিস্ট ছাড়া কোনো গোলের দেখা পাননি আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। অবশেষে রোমার হয়ে গোলের খাতা খুললেন ২৮ বছর বয়সী এ তারকা।

ম্যাচের ১৮তম মিনিটের মাথায় লিড নেয় রোমা। মধ্যমাঠ থেকে দারুণ শটে মনজার গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান দিবালা। রোমার হয়ে এটি তার অভিষেক গোল।

৩২তম মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন। দিবালার জোড়া গোলে স্কোরলাইন ২-০ পরিণত করে বিরতিতে যায় মরিনহোর শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আবারও আক্রমণাত্মক খেলা শুরু করে স্বাগতিক দল। ৬২তম মিনিটে লরেঞ্জো পেলেগ্রিনির ক্রস থেকে হেডে গোল করে রোমাকে ৩-০তে এগিয়ে নেন রজার ইবানেজ।

এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সিরি আ পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল ইতালির ক্লাবটি।

সিরি আতে রাতের আরেক ম্যাচে ক্রেমন্সের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে গোল করেন হোয়াকিন কোরেয়া, বেরেলা ও লাওতারো মার্টিনজ। অতিরিক্ত সময়ে ক্রেমন্সের হয়ে একটি গোল শোধ করেন ডেভিড ওকেরেক।

এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রোমার পরের স্থানেই রয়েছে ইন্টার মিলান।

এ বিভাগের আরো খবর