কয়েক ঘণ্টা পর মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তানের মহারণ। এশিয়া কাপের বড় ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। প্রথমবারের মতো এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং করছেন বাংলাদেশি আম্পায়ার। আসরে মুকুল ছাড়াও বাংলাদেশের আম্পায়ার হিসেবে আছেন গাজী আশরাফুল আফসার।
ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের পাশাপাশি খেলার চাপ থাকে ক্রিকেটারদের ওপরও। বাদ যান না আম্পায়াররা। মাঠের উত্তেজনা প্রভাব ফেলে তাদের মানসিক দিকেও।
বিষয়টিকে চাপ হিসেবে না নিয়ে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন ম্যাচ পরিচালনাকারী বাংলাদেশি আম্পায়ার মুকুল। বাংলাদেশি আম্পায়াররা এখন বড় ম্যাচ পরিচালনার জন্য যোগ্য বলে মন্তব্য করেন তিনি। দুবাই থেকে নিউজবাংলাকে এমনটাই জানান মাসুদুর রহমান।
মুকুল বলেন, ‘চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। বড় ম্যাচ, চাপটাও বেশি। তবে আমি এটাকে চাপ হিসেবে নিচ্ছি না আসলে। বিষয়টা আমার কাছে বেশ চ্যালেঞ্জিং। আমার প্রধান লক্ষ্য নিজের সেরাটা দেয়া। আমি চাই আমার পারফর্ম দেখে সবাই জানুক বাংলাদেশি আম্পায়াররাও বড় ম্যাচ পরিচালনার জন্য যোগ্য।’
মুকুলের দাবি এশিয়া কাপে আম্পায়ারিং করার সুযোগের মধ্য দিয়ে আরও বড় মঞ্চে বাংলাদেশি আম্পায়ারদের জায়গা করে নেয়ার রাস্তা প্রস্তুত করা হয়েছে।
মুকুল বলেন, ‘এই চ্যালেঞ্জটা যদি ভালোভাবে উতরে যেতে পারি তাহলে আমাদের দেশের আম্পায়ারদের জন্য একটা রাস্তা তৈরি হবে। ফলে আমরা আরও বড় ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ পাব নিঃসন্দেহে।’