ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২২-২৩ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে। তুরকিয়ের শহর ইস্তাম্বুলে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ড্র।
ড্রয়ের সবচেয়ে কঠিন গ্রুপ-সি। যেখানে একসঙ্গে খেলবে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ইন্টার মিলান। গ্রুপের চতুর্থ দল ভিক্টরিয়া প্লিসেন।
গতবারও জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে পড়েছিল বার্সেলোনা। সেবার গ্রুপ পর্বে তৃতীয় হয়ে বিদায় নিতে হয় তাদের।
বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে গ্রুপ-এফ এ। তাদের সঙ্গি লাইপসিগ, শাখতার ও সেলটিক।
লিওনেল মেসির পিএসজি খেলবে গ্রুপ এইচ-এ। যেখানে রয়েছে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্তাস, পর্তুগালের বেনফিকা ও ইসরায়েলের মাকাবি হাইফা।
ইংল্যান্ডের সেরা দুই দল তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। পেপ গার্দিওলার ম্যান সিটির জি-গ্রুপসঙ্গী ডর্টমুন্ড, সেভিয়া ও কোপেনহেগেন। সিটির নতুন সেনসেশন আর্লিং হালান্ড সুযোগ পাচ্ছেন তার পুরনো ক্লাবের বিপক্ষে খেলার।
লিভারপুল খেলবে গ্রুপ-এতে। তাদের সঙ্গে রয়েছে আয়াক্স, নাপোলি ও স্কটল্যান্ডের ক্লাব রেঞ্জার্স।
৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ক্লাব টুর্নামেন্ট ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলা।
এক নজরে ৮ গ্রুপ -
গ্রুপ-এ:আয়াক্স আমস্টার্ডাম, লিভারপুল, নাপোলি, গ্লাসগো রেঞ্জার্সগ্রুপ-বি:এফসি পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, বায়ের লেফারকুজেন, ক্লাব ব্রুজগ্রুপ-সি:বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টারনাৎসিওনাল, ভিক্টোরিয়া প্লিসেনগ্রুপ-ডি:আইনট্রাখট ফ্রাংফুর্ট, টটেনহ্যাম হটস্পার, স্পোর্টিং লিসবন, অলিম্পিক মার্শেইগ্রুপ-ই:এসি মিলান, চেলসি, এফসি সালজবুর্গ, ডিনামো জাগরেবগ্রুপ-এফ:রিয়াল মাদ্রিদ, আরবি লাইপসিগ, শাখতার দনেস্ক, সেলটিকগ্রুপ-জি:ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, এফসি কোপেনহেগেনগ্রুপ-এইচ:প্যারিস সেইন্ট জার্মেই, ইউভেন্তাস, বেনফিকা, মাকাবি হাইফা