ডান হাঁটুর চোটে এশিয়া কাপে খেলতে পারছেন না পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। এ শীর্ষ পেইসারের খেলতে না পারাটা ভারতীয় টপ-অর্ডার ব্যাটারদের স্বস্তি দেবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস।২৮ আগস্ট এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ঐ ম্যাচে আফ্রিদিকে পাবে না পাকিস্তান। আফ্রিদি না থাকলে অনেকটাই স্বস্তিতে থাকবেন রোহিত শর্মা, কে এল রাহুলরা- এমনটা এক টুইট বার্তায় লেখেন ইউনিস। তিনি লেখেন, ‘শাহিনের ইনজুরি ভারতের টপ-অর্ডার ব্যাটারদের জন্য বড় স্বস্তি। এশিয়া কাপে তাকে দেখতে পাব না বলে খারাপ লাগছে। দ্রুত সুস্থ হয়ে ওঠো, চ্যাম্পিয়ন!’গত মাসে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় হাঁটুর চোটে পড়েন আফ্রিদি। সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। শুধু এশিয়া কাপ নয়, আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না আফ্রিদি।পিসিবির আশা অক্টোবরে নিউজিল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে আবারও মাঠে ফিরবেন আফ্রিদি।
আফ্রিদি না থাকায় স্বস্তিতে থাকবে ভারত: ওয়াকার
আফ্রিদি না থাকলে অনেকটাই স্বস্তিতে থাকবেন রোহিত শর্মা, কে এল রাহুলরা- এমনটা এক টুইট বার্তায় লেখেন ইউনিস।
-
ট্যাগ:
- পাকিস্তান ক্রিকেট দল
এ বিভাগের আরো খবর/p>