বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এশিয়া কাপের দলে নাঈম শেখ

  •    
  • ২২ আগস্ট, ২০২২ ২২:৫৬

বোর্ডের সেই সূত্র নিউজবাংলাকে জানান, ‘সোহানের আঙুলের অবস্থা সন্তোষজনক না। তাই আমরা ওকে নিয়ে রিস্ক নিতে চাচ্ছি না। আর হাসান মাহমুদের তো গোড়ালির ইনজুরি। দুই থেকে চার সপ্তাহ লাগবে ওর ঠিক হতে। এই দুজনকেই ছিটকে গেছেন। নাঈমকে দলে নেয়া হয়েছে সোহানের বদলি হিসেবে।’

এশিয়া কাপে অংশ নিতে মঙ্গলবার বিকেলে দেশ ছাড়ছে জাতীয় দল। দেশ ছাড়ার ঠিক আগ মুহূর্তে দলে এল এক পরিবর্তন। শেষ মুহূর্তে দলে ডাক পড়ল ওপেনার নাঈম শেখের।

সোমবার বোর্ডের একটি সূত্র নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। সোহানের সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন হাসান মাহমুদ।

আঙ্গুলের ইনজুরির কারণে টুর্নামেন্টে খেলা হচ্ছে না নুরুল হাসান সোহানের। ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটারের অনুপস্থিতিতে কপাল খুলেছে নাঈম শেখের। শেষ মুহূর্তে তাই ব্যাক আপ হিসেবে দলে ডাক পড়ল তার।

সূত্র থেকে জানা যায়, সোহানের আঙুলের অবস্থা সন্তোষজনক না। তাই তারা রিস্ক নিতে চাচ্ছেন না। আর হাসান মাহমুদের তো গোড়ালির ইনজুরি। দুই থেকে চার সপ্তাহ লাগবে ওর ঠিক হতে। এই দুজনকেই ছিটকে গেছেন। নাঈমকে দলে নেয়া হয়েছে সোহানের বদলি হিসেবে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পান সোহান। এরপর স্ক্যানে দেখা যায় যে, চোট সারাতে অস্ত্রোপচারের দরকার পড়বে। ফলে, সিরিজ শেষ না করেই দেশে ফিরে আসেন তিনি।

অস্ত্রপচার শেষে দেশে ফিরে অনুশীলন করলেও শেষ পর্যন্ত দলের সঙ্গে যাওয়া হবে না সোহানের। টিম ম্যানেজমেন্ট ও মেডিক্যাল ইউনিট তার আঙ্গুলের সবশেষ পরিস্থিতিতে সন্তুষ্ট নয় বিধায় তাকে রেখেই দেশ ছাড়বে দল।

এ দিকে প্রথম দিনের অনুশীলনের সময় ক্যাচ ধরতে গিয়ে গোড়ালির চোটে পড়েন পেইসার হাসান মাহমুদ। সেই ইনজুরি তাকে অন্তত চার সপ্তাহের জন্য ছিটকে দিয়েছে মাঠ থেকে। এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপেও তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।

এ বিভাগের আরো খবর