বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিলের জালে মেসি-নেইমার-এমবাপের গোল উৎসব

  •    
  • ২২ আগস্ট, ২০২২ ০২:৫৯

লিলকে তাদের মাঠেই ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। হ্যাটট্রিক করেছেন এমবাপে। জোড়া গোল নেইমারের। একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও আশরাফ হাকিমি।

লিলের বিপক্ষে মাঠে নামার আগে পিএসজির ড্রেসিংরুম উত্তপ্ত ছিল নেইমার ও কিলিয়ান এমবাপের কথিত দ্বন্দ্ব নিয়ে। দলের অন্যতম দুই সেরা তারকা গত সপ্তাহের দ্বন্দ্ব ভুলে কেমন খেলেন সেটা দেখার অপেক্ষায় ছিলেন পিএসজিভক্তরা।

তাদের নিরাস করেনি ফরাসি চ্যাম্পিয়নরা। লিলকে তাদের মাঠেই ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। হ্যাটট্রিক করেছেন এমবাপে। জোড়া গোল নেইমারের। একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও আশরাফ হাকিমি।

পিএসজির বর্তমান কোচ ক্রিস্তোফ গলতিয়ের হাত ধরেই দুই বছর আগে লিগ শিরোপা জিতেছিল লিল। নতুন ক্লাবের হয়ে পুরোনো ক্লাবের বিপক্ষে যে এভাবে প্রতিশোধ নেবেন গলতিয়ে, সেটার প্রমাণ পাওয়া যায় একেবারে শুরুতে।

ম্যাচের ৮ সেকেন্ডের সময় মেসির ডিফেন্স চেরা ক্রসে বল পেয়ে গোল করেন এমবাপে। এটি ফরাসি লিগে দ্রুততম গোলের রেকর্ড। ওই গোলের কারণে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি।

লিলের মাঠে আবারও মেসি ম্যাজিক দেখা যায় ২৬ মিনিটে। মাঝমাঠে বল পেয়ে নুনো মেন্দেসের সঙ্গে ওয়ান-টু করে বক্সে বল ফেরত পান মেসি। কাছ থেকে নিঁখুত শটে সফরকারীদের ব্যবধান দ্বিগুণ করতে ভুল করেননি তিনি।

বিরতির আগে গেম-সেট-ম্যাচ নিজেদের করে নেয় প্যারিসিয়ানরা। ৩৯ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে স্কোরলাইন ৩-০ করে দেন হাকিমি।

৪ মিনিট পর মেসি-নেইমার কম্বিনেশন থেকে ৪ নম্বর গোল পায় পিএসজি। মেসির বাড়ানো বল লিল ডিফেন্ডারের পায়ে লেগে নেইমারের নাগালে গেলে চমৎকার প্লেসিং করেন তিনি।

৪-০ গোলে এগিয়ে ও ম্যাচ পকেটে নিয়ে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও নেইমারের গোল। এবার লিল ডিফেন্সের ভুলে বল পেয়ে যাওয়া হাকিমি পাস ছাড়েন ব্রাজিলিয়ান তারকার উদ্দেশে। ৫২ মিনিটের সময় নেইমার স্কোর করেন নিজের দ্বিতীয় গোল।

৫ গোল হজম করে দিশেহারা লিল স্বাগতিক দর্শকদের কিছুটা সান্ত্বনা উপহার দেয় মিনিট দুয়েক পর। জোনাথন বাম্বার শট পিএসজি গোলকিপার জানলুইজি দোন্নারুম্মা ঠেকিয়ে দিলে ফিরতি বলে বাম্বাই শট নেন ও লক্ষ্য ভেদ করেন।

ওইটুকুতেই শেষ লিলের অর্জন। বাকি সময় আবারও পিএসজি ঝড়।

প্রথমার্ধের প্রায় পুরোটা সময় ছায়া হয়ে থাকা এমবাপে নিজের রূপে ফেরেন শেষ ৩০ মিনিটে। মনকষাকষি ঝেড়ে ফেলে ৬৬ মিনিটে নেইমারের বাড়ানো বল বক্সে পেয়ে জোরালো শটে গোল করেন।

আর ৮৭ মিনিটে আবারও নেইমারের বাড়ানো বল থেকে গোল করে তুলে নেন মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক।

৭-১ গোলের অনায়াস জয় ও পুরো ৩ পয়েন্টে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে মাঠ ছাড়ে পিএসজি। তিন ম্যাচে ৯ পয়েন্ট ঝুলিতে তাদের।

দুইয়ে থাকা লেস সমান ম্যাচে পেয়েছে ৭ পয়েন্ট।

এ বিভাগের আরো খবর