গত মৌসুমে সেরি আ শিরোপা খোয়ানো ইন্টার মিলান নতুন মৌসুম শুরু করেছে জয় দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে কষ্ট করে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে তারা সহজে হারিয়েছে স্পেৎসিয়াকে।
নিজেদের মাঠ সান সিরো স্টেডিয়ামে শনিবার রাতে স্পেৎসিয়াকে ৩-০ গোলে উড়িয়ে টেবিলের শীর্ষ স্থানে অবস্থান করছে ইন্টার। দলের হয়ে দুটি গোল এসেছে দুই আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেস ও হোয়াকিন কোরেয়ার কাছ থেকে। একটি গোল করেন হাকান চালহানোলু।
ম্যাচের শুরু থেকেই স্পেৎসিয়াকে চাপে রাখে ইন্টার। বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি নেরাৎসুরিরা।৩৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যান লাউতারো মার্তিনেস। লুকাকুর হেড থেকে পাওয়া বল ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে তিনি জালে জড়ান।
এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে আক্রমণ বহাল রাখে সিমোনে ইনজাগির ইন্টার। ৫২তম মিনিটে স্কোরলাইনে পরিবর্তন আনেন হাকান চালহানোলু। ডি বক্সের ভেতর থেকে বল পেয়ে জোরালো শটে স্পেৎসিয়ার গোলকিপারকে পরাস্ত করেন তুর্কির এ মিডফিল্ডার।
৮২তম মিনিটে গোলের ব্যবধান ৩-০ করে দেন বদলি হিসেবে নামা হোয়াকিন কোরেয়া। এবারও ডি-বক্সের ভেতর থেকে বল পেয়ে গোল করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
চলতি মৌসুমে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইন্টার মিলান।