হাঁটুর ইনজুরিতে এশিয়া কাপের পঞ্চাদশ আসর থেকে ছিটকে গেলেন পাকিস্তানি পেইসার শাহিন শাহ আফ্রিদি। একইসঙ্গে তার খেলার সম্ভাবনা নেই সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও। পাশাপাশি অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার খেলা নিয়ে রয়েছে সংশয়।
শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হাঁটুর ইনজুরির কারণে তাকে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
পিসিবির মেডিক্যাল ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, তার পুনর্বাসন প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে অক্টোবরের মধ্যে তাকে দলে পাওয়া যাবে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খান বলেন, ‘শাহিন আমাদের সেরা খেলোয়াড় ছিলেন। এটা দুর্ভাগ্যজনক যে আমরা এশিয়া কাপে তাকে পাচ্ছি না। তবে পরের সিরিজগুলোতে তাকে পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।’
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ডান হাঁটুর হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন শাহিন আফ্রিদি। ইনজুরির কারণে তাকে ছিটকে যেতে হয়েছিল সেই সিরিজ থেকে। এমনকি নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল যেন এশিয়া কাপে তাকে দলে পাওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত আর সেটি হয়ে উঠল না। এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপে খেলা নিয়েও এখন তৈরি হল সংশয়।