মিরপুরের ৭ বছর বয়সী নাঈম শেখ সাকিব আল হাসানের এতটাই ভক্ত যে তার নিজের নাম বদলে সাকিব আল হাসান রেখেছে। কেউ জিজ্ঞেস করলে বলে তার নাম ‘সাকিব আল হাসান’। সাকিবের অনুশীলন দেখার জন্য প্রায়ই সে মিরপুরের গেটে দাঁড়িয়ে থাকে।
আজ (মঙ্গলবার) ক্ষুদে নাঈমের প্রত্যাশা পূরণ হয়েছে। অনুশীলনের জন্য মাঠে ঢোকার সময় সাকিবের সঙ্গে দেখা হয়েছে তার। সাকিব তাকে নাম জিজ্ঞেস করায় নাঈম উত্তর দিয়েছে, ‘সাকিব আল হাসান’।এই নাম কে রেখেছেন এমনটা সাকিব জানতে চাওয়ায় ক্ষুদে ভক্তের উত্তর, ‘আমি নিজেই রেখেছি।’
এরপর ভক্তকে অনুশীলন দেখাতে নিয়ে যান সাকিব নিজেই। সেখানে বিশ্বসেরা অলরাউন্ডারের বিপক্ষে বলও করেছে ‘ক্ষুদে সাকিব’।বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের কাছে তার আবদার ছিল ক্রিকেট কেডস ও জার্সির। সাকিব তাৎক্ষণিকভাবে সেগুলো কিনতে লোক পাঠান।তবে মিরপুরের আসেপাশে ভালো মানের জার্সি ও জুতা পাওয়া না গেলে সাকিব ক্ষুদে এ ভক্তকে প্রতিশ্রুতি দেন ভালো মানের জার্সি, ট্রাউজার ও কেডস বুধবার উপহার দেবেন।
ভক্তের সঙ্গে মিরপুরে ঘণ্টাখানেক সময় কাটান সাকিব। এশিয়া কাপের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে শুক্রবার। তার আগে রোববার থেকে সাকিব ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছেন মিরপুরে।