বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেইলরকে চড় মারেন রাজস্থানের মালিক

  •    
  • ১৩ আগস্ট, ২০২২ ২২:৫১

‘টিম হোটেলের ছাদে দলটির একজন মালিক এসে আমাকে বলেন, রস, তোমাকে মিলিয়ন ডলার দেয়া হয় না ডাক মারার জন্য। এ কথা বলেই তিনি আমার মুখে তিন চারটা চড় বসিয়ে দেন।’

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেট তারকা রস টেইলর দাবি করেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় রাজস্থান রয়্যালসের এক মালিক তাকে চড় মেরেছিলেন। ২০১১ সালের টুর্নামেন্টে খেলার সময় এই ঘটনা ঘটে বলে তিনি জানান।

আত্মজীবনী ‘রস টেইলর: ব্ল্যাক এন্ড হোয়াইট’-এ বিষয়টি তিনি তুলে ধরেন। কিং ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে একটি ম্যাচের পর চড়ের ঘটনা ঘটে বলে তিনি জানান।

রস টেইলর লেখেন, ‘এটা ১৯৫ রান তাড়া করার ম্যাচ ছিল। টিম হোটেলের ছাদে দলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, টিম ম্যানেজমেন্টের সবাই ছিলেন। লিজ হার্লিও সেখানে শেন ওয়ার্নের সঙ্গে উপস্থিত ছিলেন।

‘সে সময় দলটির একজন মালিক এসে আমাকে বলেন, রস, তোমাকে মিলিয়ন ডলার দেয়া হয় না ডাক মারার জন্য। এ কথা বলেই তিনি আমার মুখে তিন চারটা চড় বসিয়ে দেন।’

আলোচিত চড়ের বিষয়ে রাজস্থান রয়্যালস কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। জানা যায়নি তাদের মালিকের পরিচয়।

২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলেন রস টেইলর। এরপর ২০১১ সালের আসরে ১ মিলিয়ন ডলারে রস টেইলরের সঙ্গে চুক্তিবদ্ধ হয় রাজস্থান রয়্যালস।

এ বিভাগের আরো খবর