গত রোববার কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার নারী দল ভারত নারী দলকে হারিয়ে স্বর্ণ জিতেছে। সে সাফল্যের রেশ কাটতে না কাটতে বড় দুঃসংবাদ পেলো অস্ট্রেলিয়া নারী দল। দলের সেরা ব্যাটার ও সফল অধিনায়ক মেগ ল্যানিং ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিচ্ছেন।
অস্ট্রেলিয়ার এ তারকা ক্রিকেটার ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মাধ্যমে বুধবার বিকেলে এক বিবৃতিতে ল্যানিংতার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। সিএ জানিয়েছে তার প্রত্যাবর্তনের কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
বিবৃতিতে ল্যানিং বলেন, ‘কয়েক বছর ধরে ক্রিকেটে দারুণ ব্যস্ত সময় পার করেছি। এবার নিজের দিকে নজর দিতে চাই। সে কারণে ক্রিকেট থেকে এক ধাপ পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ক্রিকেট অস্ট্রেলিয়া ও সতীর্থদের কৃতজ্ঞতা জানাতে চাই। ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর জন্য বোর্ডকে ধন্যবাদ।’
সিএ নারী ক্রিকেটের হেড অফ পারফরম্যান্স কর্মকর্তা শন ফ্লেলার এ সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘ল্যানিং আমাদেকে বিষয়টি জানিয়েছেন। তার জন্য আমরা গর্বিত। তার ক্রিকেট থেকে বিরতি প্রয়োজন, আমরা এ সময়ে তাকে সমর্থন করব। তিনি গত এক দশক ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেটে একটি অবিশ্বাস্য অবদান রেখেছেন। ব্যক্তিগতভাবে ও দলের অংশ হিসাবে উল্লেখযোগ্য কীর্তি অর্জন করেছেন তিনি যা তরুণ ক্রিকেটারদের জন্য একটি উজ্জ্বল আদর্শ।’
১০০টি ওয়ানডে খেলে মেগ ল্যানিং রেকর্ড ১৫টি সেঞ্চুরি করেছেন। তার ব্যাট থেকে এসেছে মোট ৪ হাজার ৪৬৩ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে ১২৪টি ম্যাচ খেলে ৩ হাজার ২১১ রান করেছেন তিনি।