চলতি বছরের নভেম্বরে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। কাতারের আয়োজনের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ২১ নভেম্বর। তবে আয়োজক দেশের কথা ভেবে এক দিন আগে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে ফিফা।
২১ নভেম্বর নেদারল্যান্ডস ও সেনেগালের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্টের। কিন্তু আয়োজক দেশ কাতারের অনুরোধে তাদেরকেই উদ্বোধনী দিনে রাখছে ফিফা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ২০ নভেম্বর কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় আসরের।
বিশ্বকাপের গ্রুপ-এতে খেলবে কাতার। তাদের গ্রুপসঙ্গী নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর।
২০ বছর পর এশিয়ার মাটিতে হচ্ছে বিশ্বকাপ ফুটবল। সবশেষ ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করেছিল এ টুর্নামেন্ট।
কাতার আয়োজক হওয়ার পর এই প্রথম নভেম্বর-ডিসেম্বরে হচ্ছে এ টুর্নামেন্ট। জুন-জুলাই মাসে কাতারে গরমের কথা ভেবেই ফিফা টুর্নামেন্ট সরিয়ে নিয়েছে শীতকালে।