সিরিজ নিশ্চিত হয়ে যায় চতুর্থ ম্যাচে। শেষ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। সে ম্যাচে বড় ব্যবধানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে সফরকারী ভারত।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে বাংলাদেশ সময় রোববার রাতে অনুষ্ঠিত নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
ওই ম্যাচে বিশ্রাম দেয়া হয় ভারতের পাঁচ ক্রিকেটারকে। বিশ্রাম নেয়া খেলোয়াড়ের তালিকায় অধিনায়ক রোহিত শর্মা থাকায় নেতৃত্ব কাঁধে নিতে হয় হার্দিককে।
পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে ক্যারিবীয়দের বিপক্ষে রেকর্ড গড়েন ভারতের স্পিনাররা। ৮৮ রানের জয় পাওয়া এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সবগুলো উইকেটই তুলে নেন তিন স্পিনার। টি-টোয়েন্টি ফরম্যাটে অন্য কোনো দলের বিপক্ষে এমন নজির নেই ভারতের।
সফরকারীদের দেয়া ১৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে ১৫.৪ ওভারে ১০০ রান তুলতেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। এতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫টি চার ও ৪ ছক্কায় ৩৫ বলে ৫৬ রান করেন শিমরান হেটমায়ার। নিয়মিত আসা-যাওয়ার মাঝে শামার ব্রুকস ও ডেভন টমাস ১৩ ও ১০ রান করেন। এ ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি।
ক্যারিবীয়দের ১০ উইকেট শিকার করেন ভারতের তিন স্পিনার রবি বিষ্ণই, কুলদিপ ইয়াদভ ও আক্সার প্যাটেল। তাদের মধ্যে বিষ্ণই ৪ উইকেট এবং কুলদিপ ও আক্সার ৩টি করে উইকেট নেন।
এর আগে ক্যারিবীয় বোলারদের বিপক্ষে দারুণ শুরু করেন ভারতের ওপেনার শ্রেয়াস আইয়ার। তার ৪০ বলে ৬৪ রানের ইনিংসে ভর করেই ১৮৮ বড় পুঁজি পায় সফরকারী দলটি।
এর বাইরে দিপক হুদা ২৫ বলে ৩৮ ও অধিনায়ক পান্ডিয়া ১৬ বলে ২৮ রান করে আউট হন।
ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার প্লেতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আক্সার প্যাটেল। তার এক স্পেলে পড়া বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবীয়রা।