বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাম্পার ট্রফি জিতে মৌসুম শুরু বার্সেলোনার

  •    
  • ৮ আগস্ট, ২০২২ ১০:৫২

এক ম্যাচের টাইটেল লড়াইয়ে মেক্সিকোর ক্লাবটিকে ৬-০ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতেছে চাভি এরনান্দেসের দল।

প্রাক মৌসুমের প্রস্তুতিমূলক শেষ ম্যাচে পুমাসকে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এক ম্যাচের টাইটেল লড়াইয়ে মেক্সিকোর ক্লাবটিকে ৬-০ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতেছে চাভি এরনান্দেসের দল।

বার্সেলোনার সাবেক সদস্য, খেলোয়াড় ও সভাপতি হুয়ান গাম্পারের সম্মানে প্রতি বছর শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলে বার্সা। সে ধারাবাহিকতায় এবারও আয়োজন হলো ম্যাচের।

গাম্পার ট্রফির ৫৭টি ম্যাচের মধ্যে শেষ ১০ বছরের কোনোটিতে হারেনি বার্সা।

ম্যাচ শুরুর আগে রোববার রাতে ক্লাবের সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসকে সম্মানিত করে বার্সেলোনা। বার্সার হয়ে ৮ বছরে ৪৩১টি ম্যাচ খেলে প্রায় সব শিরোপা জয়ের সঙ্গী তিনি।

ছয়বার লা লিগা, তিনবার চ্যাম্পিয়নস লিগ ও তিনবার ইউয়েফা সুপার কাপজয়ী দলে ছিলেন এ তারকা।

বার্সার হয়ে ৪৩১টি ম্যাচ খেলা আলভেসকে ৪৩১ নম্বর জার্সি তুলে দেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।

পরে নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলা শুরু হলে একের পর এক গোলে উৎসবে মেতে ওঠে বার্সেলোনা।

বায়ার্ন থেকে ৫ কোটি ইউরোতে সদ্য যোগ দেয়া রবার্ট লেওয়ানডোভস্কি তিন মিনিটের মথায় গোল করে শুভ সূচনা করেন। বার্সার জার্সিতে এটি তার প্রথম গোল।

এর আগে স্পেনের ক্লাবটির হয়ে দুই ম্যাচ খেললেও গোল পাননি ৩৩ বছর বয়সী এ তারকা।

লেওয়ানডোভস্কির গোলের ঠিক দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিন্ডার পেদ্রি। ম্যাচের দশম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন বার্সেলোনায় শেষ পর্যন্ত থেকে যাওয়া উসমান ডেম্বেলে। তার গোলে বার্সার স্কোর লাইন দাঁড়ায় ৩-০।

বিরতিতে যাওয়ার আগে পেদ্রি আরও একটি গোল করেন। তার জোড়া গোলে ৪-০তে লিড নিয়ে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর আবারও গোলের আনন্দে ভাসে ক্যাম্প ন্যু। এবার গোল করেন মৌসুমজুড়ে আলোচনায় থাকা পিয়েরে এমেরিক অবামেয়াং। ৪৯তম মিনিটে অবামেয়াংয়ের করা গোলে স্কোর দাঁড়ায় ৫-০।

শেষ দিকে ৮৪তম মিনিটে শেষ গোলটি করেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং।

এ বিভাগের আরো খবর