প্রথম ইনিংসে বাংলাদেশ এ-দলকে ১৬৭ রানে অলআউট করে এবার বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এ-দল। ৪ দিনের টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান। ৯৬ রানের লিড নিয়ে শেষ দিনের খেলায় মাঠে নামবে স্বাগতিকরা।
এর আগে ৬৩ ওভারে ৩ উইকেটে ১৬৫ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ এ-দল।
সেন্ট লুসিয়ায় শনিবার ক্যারিবীয় দুই অপরাজিত ব্যাটার জশুয়া ডি সিলভা ও ইমলাক টেভাইন তৃতীয় দিনের খেলায় ব্যাট করতে নামেন। এদিন ৯৮ রান দিয়ে কেবল ২ উইকেট নিতে পেরেছে মিঠুনের দল। এ দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার।
১৩৪ বলে ৪৩ রান করা জশুয়া ডি সিলভাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন খালেদ আহমেদ। একই ভাবে ক্যারিবীয় ইমলাককেও আউট করেন তিনি। ৬৫ বলে ৩৬ রান করেন ইমলাক।
পরে ছয়ে নামা এলিক আথানাজে ও ইয়ানিক কারিয়ার জুটিতে তৃতীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ এ-দল। ৮৯ বলে ৩০ রানে অপরাজিত আথানাজে। ২৮ বলে ১৮ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন কারিয়া।
ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়েও তেমন ভালো করতে পারেননি না খালেদ-নাঈমরা। স্বাগতিকদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়ে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ। তবে বড় কোনো অঘটন না ঘটলে ম্যাচ ড্রয়ের দিকে এগুচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এ-দলের ম্যাচ।
বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন খালেদ আহমেদের। আর ১টি করে উইকেট নাঈম ও রেজাউরের।