বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক ম্যাচ আগেই সিরিজ জয় ভারতের

  •    
  • ৭ আগস্ট, ২০২২ ১১:৪৪

ক্যারিবীয়দের বিপক্ষে ২০১৮ সালের পর কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি ভারত। সে সময়ের পর থেকে দলটি টানা পাঁচ দ্বিপক্ষীয় সিরিজ জয়ের ধারা বজায় রাখল।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৯ রানে বড় জয় পেয়েছে সফরকারী ভারত। এতে করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছেন রোহিত শর্মার দল। সিরিজ জয়ের পাশাপাশি ৩-১ ব্যবধানে এগিয়ে থাকল তারা।

ক্যারিবীয়দের বিপক্ষে ২০১৮ সালের পর কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি ভারত। সে সময়ের পর থেকে দলটি টানা পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজ জয়ের ধারা বজায় রাখল।

ফ্লোরিডার লডারহিলে রোববার টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট হাতে শুরুটা দারুণ করেন অধিনায়ক রোহিত শর্মা ও সুরিয়াকুমার ইয়াদভ। মাত্র ২৮ বল খেলে ৫৩ রান আসে ওপেনিং জুটিতে। এ জুটিতে বেশি ভয়ংকর ছিলেন অধিনায়ক রোহিত।

দুই শর বেশি স্ট্রাইক রেটে ১৬ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৩ রান করেন রোহিত। তবে ১৪ বলে ২৪ রানের বেশি করতে পারেননি সুরিয়াকুমার।

৬১ রানের মধ্যে ২ ওপেনারকে হারানোর পর দলীয় শত রান পার করেন দিপক হুদা ও রিশভ পান্ট। হুদা ১৯ বলে ২১ ও পান্ট ৩১ বলে ৪৪ রান করে আউট হন।

মারকুটে ব্যাটার দিনেশ কার্তিক ৬ রানে ফিরলেও শেষদিকে ভারতের রানের চাকা দ্রুত ঘুরিয়েছেন আক্সার প্যাটেল। ১টি চার ও ২টি ছক্কায় ৮ বলে অপরাজিত ২০ রান করেন তিনি।

২৩ বলে অপরাজিত ৩০ রান আসে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় ভারত। তবে ভারতের পক্ষে কোনো ব্যাটার হাফ সেঞ্চুরির দেখা পাননি। কোনো ফিফটি ছাড়া এটি ভারতের সর্বোচ্চ দলীয় স্কোর।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওবেড ম্যাকয় ও আলজারি জোসেফ নেন ২টি করে উইকেট।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেছিলেন কাইল মায়ার্স ও অধিনায়ক নিকোলাস পুরান। পাল্টা আক্রমণে ১০ বলে ২৭ রান তোলেন তারা। ৩টি ছক্কা ও ১টি চারে ব্যাট হাতে বিধ্বংসী রূপে ছিলেন পুরান।

কিন্তু ৮ বল খেলে ২৪ রান তুলে রান আউটের ফাঁদে পড়েন পুরান। পুরানের আউটের পর ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। এতে করে ১৩২ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

ভারতের পেসার আর্শদীপ সিং ৩টি ও আভেশ খান ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন আভেশ।

একই ভেন্যুতে রোববার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

এ বিভাগের আরো খবর